এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে গায়ে জ্বালা সৌগতর, রাগ চেপে রাখতে না পেরে একি বললেন তৃণমূল সাংসদ?

জুনিয়ার ডাক্তারদের আন্দোলনে গায়ে জ্বালা সৌগতর, রাগ চেপে রাখতে না পেরে একি বললেন তৃণমূল সাংসদ?


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আরজিকরের ঘটনার পর যখনই নাগরিক সমাজ পথ নেমেছে, যখনই জুনিয়র চিকিৎসকরা রাস্তায় বসে থেকে আন্দোলন করছেন, তখন তাকে সকলেই সাধুবাদ জানাচ্ছেন। তবে তৃণমূলের একটা অংশ অবশ্য এটাতে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। কারণ তারা বুঝতে পারছেন যে, তাদের প্রশাসনের বিরুদ্ধে এই আন্দোলন তৈরি হচ্ছে। আর এবার এক সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে প্রতিক্রিয়া দিতে গিয়ে জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনে তাদের যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছিল এবং ইচ্ছে থাকলেও যে প্রতিক্রিয়া দেওয়া যায়নি, তা স্পষ্ট করে দিলেন তৃণমূলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়।

সূত্রের খবর, এদিন এক সংবাদ মাধ্যমের তরফে এই ব্যাপারে সৌগতবাবুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “সবার ক্ষমতার সীমাবদ্ধতা বোঝা উচিত। দুদিন বৈঠক ভেস্তে দিয়ে মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন। আমাদের গায়ে জ্বালা ধরেছে। জুনিয়র ডাক্তাররা মনে করছে, তারা বিপ্লবী হয়ে গেছে। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তির্যক মন্তব্য করিনি, করার সুযোগ ছিল।”

একাংশ বলছেন, সৌগতবাবুর মত বর্ষীয়ান নেতাও যখন এই কথা বলছেন, তাহলে বোঝাই যাচ্ছে যে, তৃণমূলের কেউই এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সহ্য করতে পারছিলেন না। তবে পরিস্থিতি এমন যে, তারা কিছু এর বিরুদ্ধে বললে তাদের বিরুদ্ধেই মানুষ চলে যেত। তাই চুপচাপ মুখ বুজে সব কিছু সহ্য করতে হয়েছে রাজ্যের শাসক দলের নেতাদের। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!