এখন পড়ছেন
হোম > রাজ্য > টিকিট না পেয়ে যুবনেতা বাড়িতে বোমা-গুলি, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হুগলি তৃণমূল

টিকিট না পেয়ে যুবনেতা বাড়িতে বোমা-গুলি, গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হুগলি তৃণমূল

মঙ্গলবার রাতে হুগলির ব্যান্ডেলের নলডাঙায়  যুব তৃণমূলের নেতা তরুণ চক্রবর্তীর বাড়িতে ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল। আক্রান্ত তৃণমূল নেতার অভিযোগ অনুযাই মঙ্গলবার রাতে প্রথমে তাঁর বাড়িতে বোমা মারা হয়।পরে আবার গুলিও চালানো হয়। আচমকা বোমার আওয়াজে তরুণবাবু ও তাঁর পরিবারের সদস্যরা বেরিয়ে এলে তাঁদের রাস্তায় ফেলে মারা হয়। এরপরে  আহত তরুণ চক্রবর্তীকে হুগলির চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। তরুণবাবুর বক্তব্য অনুযাই তাঁকে এলাকার বিধায়ক অসিত মজুমদার হুগলির কোদালিয়া-২ গ্রাম পঞ্চায়েতের নলডাঙার তিনটি বুথের দায়িত্ব দিয়েছেন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তিনি সেই মতো প্রার্থীদের হয়ে দেওয়াল লিখন ও প্রচার শুরু করেছেন। মঙ্গলবার প্রায় অনেক রাত অবধি এই কাজ চলতে থাকে। তরুণ বাউর কথার সূত্রে জানা যায় দল  এবার নলডাঙা পঞ্চায়েতের গতবারের সদস্য উপপ্রধান তুষার সমাদ্দার-সহ আরও কয়েকজনকে মনোনীত করেনি। সেই প্রতিহিংসার কারণেই এই আক্রমনের ঘটনা। এই প্রসঙ্গে হুগলির তৃণমূল যুব সভাপতি শান্তনু বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বললেন, “কোনও দুর্নীতিগ্রস্তদের টিকিট দেবে না দল। আর যারা টিকিট পায়নি তাঁদের বিরুদ্ধে অনেক অভিযোগ আগেই ছিল। আর যুব নেতা তরুণ চক্রবর্তী খুব ভালো মানুষ। তাঁর বাড়িতে যারা হামলা করেছে তাঁদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে বলে।” অন্যদিকে   হুগলির বিজেপি পঞ্চায়েত ভোটের অবজারভার পরাগতরু মিত্র বললেন, “”ওরা নিজেরাই নিজেদের সঙ্গে মারামারি করে মরে যাবে। মানুষ সব দেখছে তাই এবার আর ওদের কেউ ভোট দেবে না। এবার বিজেপিকে ভোট দেবে। আর আমরা পঞ্চায়েত দখল করবোই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!