এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার যুব তৃণমূল সভাপতির গাড়িতে ভোজালি নিয়ে হামলা! অল্পের জন্য প্রাণে বাচঁলেন হেভিওয়েট নেতা

এবার যুব তৃণমূল সভাপতির গাড়িতে ভোজালি নিয়ে হামলা! অল্পের জন্য প্রাণে বাচঁলেন হেভিওয়েট নেতা


লকডাউন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই বাংলা রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় দলবদল থেকে শুরু করে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা, নয়া মাত্রা যুগিয়েছে বঙ্গ রাজনীতিতে। সামনে বিধানসভা নির্বাচনের আগে এখন চড়ছে পারদ। আর এই পরিস্থিতিতে এবার পরিযায়ী শ্রমিকের পরিচয় দিয়ে ব্লক যুব তৃণমূল সভাপতির গাড়িতে হামলার অভিযোগ কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল পুরুলিয়া জেলায়।

সূত্রের খবর, গত বুধবার রাত্রিবেলা জয়পুরের পুন্দাগ এলাকা থেকে বিয়ের অনুষ্ঠান সেরে নিজের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন দিব্যজ্যোতি সিং দেও নামে যুব তৃনমূলের নেতা। যেখানে তার সঙ্গে তার এক বন্ধু ছিল। অভিযোগ, রাত আটটার সময় ঘাগড়া এবং ডিমডিহার মাঝামাঝি এলাকায় কয়েকজন যুবক হাত দেখিয়ে তার গাড়ি থামানোর পরেই পরিযায়ী শ্রমিক বলে পরিচয় দেয়। এরপর এই গাড়িতে উঠতে চায় সেই সমস্ত যুবকরা।

এদিকে গাড়িতে উঠেই ভোজালি বার করে তারা সেই তৃণমূল নেতার ওপর চড়াও হন। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে, দুষ্কৃতীরা লোহার রড দিয়ে গাড়িতে আক্রমণ করে। তবে সেই রডের আঘাতে গাড়ির কাচ ভেঙে যাওয়ায় সেই তৃণমূল নেতার বন্ধু চিৎকার করার সাথে সাথে দুষ্কৃতীরা সেখান থেকে চম্পট দেয়। আর শাসকদলের যুবনেতার ওপর এই আক্রমণ এখন নয়া চাঞ্চল্য সৃষ্টি করেছে এলাকায়। কেন এভাবে পরিযায়ী শ্রমিক বলে পরিচয় দিয়ে দুষ্কৃতীরা তৃণমূল নেতার উপর হামলা চালাল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি এর পেছনে রয়েছে রাজনৈতিক কারণ! ইতিমধ্যেই এই ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা দিব্যজ্যোতি সিং দেও। এদিন তিনি বলেন, “দুষ্কৃতীরা ছয়জন ছিল। দুজন গাড়ি দাঁড় করায়। বলে ডামরুঘাটা যাবে। তবে গাড়িতে উঠেই আসল মূর্তি ধারণ করে। চিৎকার না করলে বোধহয় প্রাণে মেরেই ফেলত।”

এদিকে ইতিমধ্যেই এই ব্যাপারে প্রকৃত দোষীদের গ্রেপ্তারের দাবিতে জয়পুর বাজারে বিক্ষোভ করতে দেখা যায় তৃণমূল কংগ্রেসকে। এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা যুব তৃনমূলের সভাপতি সুশান্ত মাহাতো বলেন, “যারাই ঘটনার পেছনে থাক, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, সেটা পুলিশকে দেখতে বলা হয়েছে।” সব মিলিয়ে এবার যুব তৃনমূলের নেতার ওপর ভোজালি দিয়ে আক্রমণের ঘটনায় নতুন করে চাঞ্চল্য বাড়ছে পুরুলিয়া জেলায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!