এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > জ্বালানি বৃদ্ধি নিয়ে এবার কংগ্রেসকে পাল্টা একহাত নিলেন বিজেপি নেতা তথা মন্ত্রী

জ্বালানি বৃদ্ধি নিয়ে এবার কংগ্রেসকে পাল্টা একহাত নিলেন বিজেপি নেতা তথা মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্রমাগত অভিযোগ জানিয়ে আসছে দেশের অন্যতম বিরোধী দল কংগ্রেস। দীর্ঘ সময় ধরে রাহুল গান্ধী ক্রমাগত বলে চলেছেন, দেশের সাধারণ মানুষের কথা না ভেবে যেভাবে ক্রমাগত বেড়ে চলেছে ডিজেল পেট্রোলের দাম তাতে এবার সমস্যার মুখোমুখি হয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি তাঁর অভিযোগ দেশে সরকার সাধারণের কথা ভাবেননা। আর এবার কংগ্রেসকে পাল্টা কোণঠাসা করতে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এদিন রাহুল গান্ধীর অভিযোগ প্রসঙ্গে তিনি তাঁর কাছে আবেদন করেন, কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে পেট্রোল ও ডিজেলের ওপর যেন বিক্রয়কর কমানো হয়।

যদিও জ্বালানির দাম বৃদ্ধির সাথে সাথে সাধারণ মানুষের অসুবিধার কথা মেনে নিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তবে তিনি কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক একগুচ্ছ কাজের উল্লেখ করেন। তাঁর কথা অনুযায়ী যেভাবে ভ্যাকসিনের জন্য কেন্দ্রের তরফ থেকে 35 হাজার কোটি টাকা এক বছরে খরচ করা হচ্ছে, তা যথেষ্ট উল্লেখযোগ্য। পাশাপাশি প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনায় দেওয়া হয়েছে এক লক্ষ কোটি টাকা। একইসাথে গরিবদের 8 মাসের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। pm-kisan প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, এ ক্ষেত্রে খরচ হচ্ছে কয়েক হাজার কোটি টাকা।

বিশেষজ্ঞরা মনে করছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জ্বালানির মূল্যবৃদ্ধির কারণ হিসাবে কেন্দ্রের কল্যাণমূলক কাজের ফিরিস্তি দিয়েছেন। হয়তো তিনি বোঝাতে চাইছেন, কেন্দ্রের অর্থভাণ্ডার এই মুহুর্তে সামলাতে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির না করা ছাড়া অন্য কোনো উপায় ছিলনা অন্যদিকে কংগ্রেস যেভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধতে শুরু করেছে তাই নিয়ে এবার পাল্টা দিলেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী। তিনি বললেন, যেভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে সরব হয়েছে কংগ্রেস, সেক্ষেত্রে রাজস্থান এবং মহারাষ্ট্র যেহেতু কংগ্রেস সরকার সেখানে যেন জ্বালানির ওপরে বিক্রয়কর কমিয়ে দেওয়া হয়। পাশাপাশি তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকেও জ্বালানির ওপর বিক্রয়কর কমাতে নির্দেশ দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, মুম্বাইয়ের বিক্রয়কর অন্যান্য মেট্রো শহরগুলির তুলনায় অত্যন্ত বেশি। তবে কংগ্রেস শাসিত রাজ্যগুলির দিকে আঙ্গুল তুললেও ধর্মেন্দ্র প্রধান কিন্তু বিজেপি শাসিত মধ্যপ্রদেশ এবং কর্নাটকের নাম উল্লেখ করননি, যেখানে এই দুই রাজ্যেও 100 টাকা ছাড়িয়ে যাচ্ছে পেট্রোলের দাম। বিভিন্ন রাজ্যে বিক্রয় কর ভিন্ন, যেহেতু বিভিন্ন রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম ভিন্ন। তবে যেসব রাজ্যে ইতিমধ্যে পেট্রোলের দাম লিটার পিছু 100 টাকা ছাড়িয়ে গিয়েছে, সেই রাজ্যগুলি হলো রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক এবং লাদাখ। যার মধ্যে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় রয়েছে মধ্যপ্রদেশ এবং কর্ণাটকে। পাশাপাশি লাদাখে রয়েছে কেন্দ্রের শাসন। অন্যদিকে রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস।

মহারাষ্ট্রে শিবসেনার সঙ্গে মিলে কংগ্রেস শাসন ক্ষমতা চালাচ্ছে। অন্ধপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেস এবং তেলেঙ্গানায় টিআরএস সরকার রয়েছে। কলকাতা এবং দিল্লিতেও পেট্রোল ও ডিজেলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী। বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য সাধারণের অসুবিধার কথা যে ভাবে মেনে নিলেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য বর্তমান পরিস্থিতিতে। অন্যদিকে বর্ধিত বিক্রয়কর হ্রাসের জন্য যেভাবে কংগ্রেস সরকারের ওপর চাপ সৃষ্টি করলেন, তা থেকে বোঝা যাচ্ছে আগামী দিনে জ্বালানি বৃদ্ধি নিয়ে কংগ্রেস ও বিজেপির চাপানউতোর তুঙ্গে উঠতে চলেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!