এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জ্বালানি তেল নয়, রাজ্যে সস্তা হতে চলেছে মদ, মহিলাদের একেবারে ঝাঁটা ধরার নিদান শুভেন্দুর

জ্বালানি তেল নয়, রাজ্যে সস্তা হতে চলেছে মদ, মহিলাদের একেবারে ঝাঁটা ধরার নিদান শুভেন্দুর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – পেট্রোপণ্যের উপর এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকে পেট্রোপণ্যের উপর ভ্যাট কমিয়ে দেওয়ার আর্জি জানানো হয় কেন্দ্রের পক্ষ থেকে। বিজেপি শাসিত রাজ্যগুলি ও বেশকিছু বিরোধী রাজ্যগুলি কেন্দ্রর অনুরোধ মেনে নিলেও পশ্চিমবঙ্গ সরকার এ বিষয়ে নিরব। তাই এ রাজ্যে তেলের দাম বিশেষ কমে নি। তবে, জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের সম্প্রতি মদের দাম কমতে চলেছে। মদের উপর ট্যাক্স কমাতে চলেছে রাজ্য সরকার।

পশ্চিমবঙ্গে মদের চাহিদা ও মদের বিক্রি ক্রমশই বাড়ছে। গত মাসে পুজোর সময়, মাসের প্রথম দশ দিনে যে পরিমান মদ বিক্রি হয়েছে, তা পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। এই সময়ে রাজ্যের খুচরা বিক্রেতারা ১.৪৬ কোটি লিটার মদ তুলেছিলেন। মদের বিক্রি বাড়াতে বিদেশী মদের দাম ৩০ থেকে ৩৫ শতাংশ কমানোর চিন্তাভাবনা চলছে। যার ফলে দিল্লি থেকে অনেক কম দামে পশ্চিমবঙ্গে বিক্রি হতে চলেছে মদ। আগামী ১৬ ই নভেম্বর থেকে মদের দাম ২০ থেকে ২৫ শতাংশ কমে যাবে রাজ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রবল প্রতিবাদ জানিয়েছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পেট্রোপণ্যের উপর ভ্যাট না কমিয়ে মদের ওপর শুল্ক কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তার দ্বারা সরকার বুঝিয়ে দিচ্ছে যে, মানুষের উপকার না করে মানুষকে সস্তায় মদ্যপান করার সুযোগ করে দিচ্ছে এই সরকার। সরকারের বিরুদ্ধে বড়োসড়ো আন্দোলনে নামার পরিকল্পনা নিয়েছে বিজেপি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারের এই সিদ্ধান্ত সমাজকে আরো অন্ধকারের দিকে ঠেলে দেবে।

এই ঘটনার প্রবল প্রতিবাদ জানিয়ে রাজ্যের মহিলাদের ঝাঁটা ধরার নিদান দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিনে ৭০২ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। এই সরকার মদ খাওয়ানো ছাড়া আর কিছুই খাওয়াতে জানে না। তাই মহিলাদের ঝাঁটা ধরার পরামর্শ দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, গুজরাট, বিহার যদি মদ বন্ধ করে দিতে পারে, তবে বাংলাতেও মদ বন্ধ করে দিতে হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!