এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জ্বালানির মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদে পথে নামলো তৃণমূল

জ্বালানির মূল্যবৃদ্ধিতে অভিনব প্রতিবাদে পথে নামলো তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জ্বালানির ব্যাপক মূল্যবৃদ্ধি চলছে বেপরোয়া গতিতে। পেট্রোলের দাম সম্প্রতি সেঞ্চুরি হাকাবার পথে চলে গিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দাম। দাম বাড়ছে রান্নার গ্যাসের। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের ঘাটতি, অপরিশোধিত তেলের ব্যাপক মূল্যবৃদ্ধিতে মাশুল গুনতে হচ্ছে দেশকে। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ ও আগামীকাল পথে নেমে প্রতিবাদ যাত্রার আয়োজন করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

আজ তৃণমূলের পক্ষ থেকে জেলায় জেলায় রাস্তায় নেমে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ খালি গায়ে, প্ল্যাকার্ড নিয়ে জ্বালানির মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানালেন শ্রীরামপুরে তৃণমূল কর্মীরা। আজ শ্রীরামপুরের নওগাঁর মোড়ে পেট্রলপাম্পের সামনে খালি গায়ে প্রতিবাদ জানাতে দেখা গেলো তৃণমূল কর্মীদের। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হলো। খালি গায়ে ঝোলানো প্লাকার্ডে লেখা ছিল,” আমরা নাঙ্গা, আমরা সর্বহারা।” তাঁদের এই প্রতিবাদ অভিনব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে আজ ক্যানিংয়ের জীবনতলা বাজার থেকে সদানন্দের মোড় পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিল ছিল। প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিলেন তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। অন্যদিকে, আজ চিনার পার্ক থেকে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। যেখানে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।

আবার আজ দুপুর তিনটের সময়ে দক্ষিণ কলকাতা থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চলেছে তৃণমূল। আজ দুপুর ৩ টায় যাদবপুর থানা থেকে ভবানীপুরের যদুবাবুর বাজার পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিল চলবে। আবার,
আজ দুপুর তিনটায় বেহালার থ্রি এ বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে ১৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে তৃণমূল।

আজকের মতো আগামীকালও কলকাতার বেশ কিছু স্থান থেকে প্রতিবাদ মিছিলের আয়োজন করতে চলেছে তৃণমূল। আগামীকাল উত্তর কলকাতাতে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হবে। আগামীকাল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিল চলবে তৃণমূলের। আজ, কলকাতা ছাড়াও রাজ্যের নানা স্থানে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে তৃণমূল। যেখান থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি, অভিযোগ, জ্বালানির মূল্য হ্রাস করার দাবি জানানো হয়েছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!