এখন পড়ছেন
হোম > অন্যান্য > শরীর-স্বাস্থ্য > জ্বর হলেই অযথা আতঙ্ক নয়, জেনে নিন করোনা, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জার উপসর্গ !

জ্বর হলেই অযথা আতঙ্ক নয়, জেনে নিন করোনা, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জার উপসর্গ !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সর্দি, কাশি, জ্বর ইত্যাদি মানুষের সারা বছরই লেগে থাকে। কিন্তু করোনা আসার পর থেকে জ্বর, সর্দি, কাশি হলেই আতান্তরে পড়ছেন মানুষ। এর আগে ডেঙ্গু নিয়েও আতান্তর পড়েছিলেন মানুষ। কিছু ক্ষেত্রে আতঙ্কিত হয়ে পড়ছেন। কিন্তু জ্বর হলেই যে করোনা হবে বা ডেঙ্গু হবে সে বিষয়ে নিশ্চিত করতে কতগুলি উপসর্গের কথা বিশেষজ্ঞরা বলছেন। এবার উপসর্গ দেখে বুঝে নেওয়া যাবে সাধারণ ইনফ্লুয়েঞ্জা, নাকি ডেঙ্গু না করোনা। দেখে নেওয়া যাক উপসর্গগুলো কি কি।

• ইনফ্লুয়েঞ্জার উপসর্গ- বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী জানা গেছে ইনফ্লুয়েঞ্জা হলে প্রাথমিকভাবে মৃদু জ্বর হবে। পাশাপাশি নাক দিয়ে জল পড়া,সর্দি ইত্যাদি উপসর্গগুলি থাকবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

• ডেঙ্গুর উপসর্গ- জানা গেছে ডেঙ্গু হলে প্রথম থেকেই প্রবল জ্বর হবে। এছাড়া শরীরের বিভিন্ন গাঁটে গাঁটে ব্যথা অনুভূত হবে। চোখের ভিতরের অংশ তীব্র একটি ব্যথা অনুভব হবে। এছাড়া ডেঙ্গু হলে পেট এবং পিঠে মশা কামড়ানোর মত গুটিগুটি দাগের দেখা মিলবে। এ থেকে পরিস্কার বোঝা যাবে জ্বর সাধারণ ইনফ্লুয়েঞ্জা নাকি ডেঙ্গু।

• করোনার উপসর্গ- করোনার উপসর্গ হিসাবে জানা গেছে প্রাথমিকভাবে গলা ব্যথা,কাশি ইত্যাদি উপসর্গগুলো দেখা যাবে। প্রথম থেকেই রোগীর টানা জ্বর থাকবে। এছাড়াও সামান্য হাঁটাচলা করলে শ্বাসকষ্ট অনুভূত হবে।

বিশেষজ্ঞদের মতে আবহাওয়া পরিবর্তনের সময় যে জ্বর হয় তার সাথে ডেঙ্গু অথবা করোনার উপসর্গগুলির অনেক পার্থক্য রয়েছে। কিন্তু অনেক মানুষই উপসর্গগুলি আলাদা করে বুঝতে পারছেন না বলে আতঙ্কিত হয়ে পড়ছেন। তবে তাঁদের পরামর্শ অনুযায়ী অযথা আতঙ্কিত না হয়ে নিজেরা উপসর্গ বুঝতে না পারলে চিকিৎসকের দ্বারস্থ হওয়াটাই বাঞ্ছনীয়। এমনকি তাঁরা জানিয়েছেন এখন পরিস্থিতি এতোটাই স্পর্শকাতর জায়গায় পৌঁছেছে সে ক্ষেত্রে উপসর্গ দেখে রোগ বুঝতে পারলেও নিজেরা দোকান থেকে কিনে ওষুধ খেয়ে নিজেদের চিকিৎসা না করাই উচিত কাজ হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!