এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > বিজেপিতে যোগ দিচ্ছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? জল্পনা বাড়িয়ে মুখ খুললেন মন্ত্রী

বিজেপিতে যোগ দিচ্ছেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক? জল্পনা বাড়িয়ে মুখ খুললেন মন্ত্রী


লোকসভা নির্বাচনে প্রচারে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন যে, তৃণমূলের 40 জন বিধায়ক বিজেপিতে যোগদানের জন্য যোগাযোগ করছেন। তবে প্রধানমন্ত্রী দাবির সঙ্গে বাস্তবের কোন মিল নেই বলে জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বাস্তবের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দাবি করেছেন, তা পরিষ্কার হয়ে গেল গতকাল তৃণমূলের দখলে থাকা বেশ কিছু পুরসভার কাউন্সিলরদের বিজেপিতে যোগদান এবং বেশ কিছু বিধায়কদের পদ্ম শিবিরে পা বাড়ানোকে কেন্দ্র করেই।

প্রসঙ্গত, গতকাল দিল্লিতে বিজেপির সদর দপ্তরে হালিশহর, নৈহাটি এবং কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের সিংহভাগ কাউন্সিলররা বিজেপিতে যোগদান করেন। একইভাবে ভাটপাড়া পৌরসভারও তৃণমূলের অনেক কাউন্সিলররা বিজেপিতে যোগ দেন। আর একই জেলা থেকে এতগুলো পৌরসভা বিজেপির দখলে চলে যাওয়ায় রাজনৈতিক মহলে তীব্র জল্পনার সৃষ্টি হয়। এসবেরই মাঝে এবার উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা উসকে দিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অর্জুন সিংহ।

সম্প্রতি এই হেভিওয়েট বিজেপি নেতা দাবি করেন, জ্যোতিপ্রিয় মল্লিকও বিজেপিতে যোগদান করতে চাইছেন। আর এই ঘটনার পরই সর্বত্র শোরগোল পড়ে যায়। এদিকে গতকাল যখন উত্তর 24 পরগনা জেলার একাধিক পৌরসভার কাউন্সিলররা তৃনমূল থেকে বিজেপিতে যোগদান করছেন ঠিক তখনই জেলা নেতৃত্বকে নিয়ে একটি বৈঠকে বসেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেখানেই অর্জুন সিংহের এই দাবি কতটা সত্যি তা নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হলে সেই সম্পর্কে জল্পনা জিইয়ে রাখেন এই হেভিওয়েট তৃণমূল নেতা। সূত্রের খবর, এদিন জ্যোতিপ্রিয় মল্লিককে বিজেপিতে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি সেই প্রশ্নের উত্তরকে এড়িয়ে গিয়ে বলেন, “আসলে মূল টার্গেটই হচ্ছে উত্তর 24 পরগনা। এসব করে জ্যোতিপ্রিয় মল্লিককে দমিয়ে রাখা যাবে না। আমাকে ভয় দেখানো যায় না। চমকানো যায় না। যা ভাবছে তার কোনোটাই করা যাবে না।”

কিন্তু বিজেপিতে যাচ্ছেন কিনা সে নিয়ে সুকৌশলে প্রশ্ন এড়িয়ে যাওয়ায়  উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতির এহেন মন্তব্যকে কেন্দ্র করেই এবার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ধন্দ। অনেকেই বলছেন, তৃণমূলের অনেক নেতা মন্ত্রীর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনার ভেসে আসছে। তবে যারা বিজেপিতে যোগ দিতে চান না, তারা প্রকাশ্যেই সেই ব্যাপারে নিজেদের মত স্পষ্ট করে দিচ্ছেন। তবে তৃণমূলের হেভিওয়েট নেতা তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সেই বিজেপি যোগের কথা নিয়ে প্রশ্ন করলেও তিনি সেই ব্যাপারটি এড়িয়ে যাওয়াতে এখন প্রবল জল্পনা সৃষ্টি হয়েছে। তাহলে কি বিজেপিতে জ্যোতিপ্রিয় মল্লিকের আসা নিয়ে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের দাবিই সত্যি? এই প্রশ্নই এখন ঘোরাফেরা করছে সব মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!