এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > অর্জুন সিংয়ের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার দুর্নীতি ফাঁস করতে গিয়ে শাসকদলকে নতুন বিতর্কে জড়ালেন খাদ্যমন্ত্রী?

অর্জুন সিংয়ের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার দুর্নীতি ফাঁস করতে গিয়ে শাসকদলকে নতুন বিতর্কে জড়ালেন খাদ্যমন্ত্রী?


ভাটপাড়ার ৪ বারের তৃণমূল কংগ্রেস বিধায়ক অর্জুন সিং দলত্যাগ করে বিজেপিতে যোগ দিতেই রীতিমত জমে উঠেছে রাজ্য-রাজনীতি। অভিযোগ ও পাল্টা-অভিযোগে রীতিমত সরগরম হয়ে উঠছে রাজনৈতিক ময়দান। অর্জুন সিং শিবিরের দাবি, তিনি গেরুয়া শিবিরে যোগ দিতেই একের পর এক মামলায় তাঁর নাম জড়ানো হচ্ছে – টাকা আত্মসাৎ থেকে খুন কোনো মামলাই নাকি বাদ দেওয়া হচ্ছে না। পাল্টা দিচ্ছেন অর্জুন সিংও এর আগেই তিনি বিস্ফোরক অভিযোগ করেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে।

ভাটপাড়ার একচ্ছত্র অধিপতি বলে পরিচিত অর্জুন সিং বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্য কেলেঙ্কারি থেকে শুরু করে রেশন কার্ড কেলেঙ্কারিতে যুক্ত, এছাড়াও বাংলাদেশে পাচারে যুক্ত রয়েছেন। যা নিয়ে রীতিমত হইচই শুরু হয়ে যায় রাজ্য রাজনীতিতে। কিন্তু তার রেশ মেলাতে না মেলাতেই এবার অর্জুন সিংয়ের বিরুদ্ধে পাল্টা বিস্ফোরক আনলেন জ্যোতিপ্রিয়বাবু। এর আগে তিনি প্রকাশ্যেই বলেছিলেন, ভাটপাড়া পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে অর্জুন সিংয়ের নেতৃত্বে, তদন্ত করে এবার তা সামনে আনা হবে!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর আজ আরও একধাপ এগিয়ে তিনি বলেন, ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান হিসাবে অর্জুন সিং নাকি ৩০০ কোটি টাকা নয়ছয় করেছেন! এখানেই শেষ নয়, জ্যোতিপ্রিয়বাবুর আরও দাবি, সেই টাকা দিয়ে অর্জুন সিংয়ের দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুরে লেনদেন আছে! তিনি আরও বলেন, নীতিগতভাবে ওর (অর্জুন সিংয়ের) চেয়ারম্যান ও বিধায়ক পদ থেকে পদত্যাগ করা উচিত। অর্জুনের মনে রাখা উচিত্‍ রাষ্ট্রশক্তির সঙ্গে লড়াই করা যায় না! স্বাভাবিকভাবেই প্রাক্তন সতীর্থ অর্জুন সিংয়ের বিরুদ্ধে এতবড় দুর্নীতির অভিযোগ স্বয়ং রাজ্যের মন্ত্রী সামনে আনায় রীতিমত নড়েচড়ে বসেছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

কিন্তু, এর পরিপ্রেক্ষিতে পাল্টা দিয়েছেন অর্জুন সিং শিবির। সূত্রের খবর, তাঁদের বক্তব্য, রাজ্যের খাদ্যমন্ত্রীর কথা যদি সত্যি বলে ধরেও নেওয়া হয়, তাহলে অর্জুন সিং নিশ্চয় একরাতে এই ৩০০ কোটি টাকার দুর্নীতি করেননি! এই বিপুল পরিমান টাকার দুর্নীতি তৃণমূল জামানায় হয়ে থাকলে, এতদিন শাসকদল চোখ বুজে ছিল কেন? তাঁদের আরও দাবি, রাজ্যের খাদ্যমন্ত্রীর কথা সত্য হলে তিনি তো ঘুরিয়ে প্রমান করে দিচ্ছেন, শাসকদলে থেকে কোটি কোটি টাকার দুর্নীতি করেও পার পাওয়া যায়! আর পুরসভার চেয়ারম্যান হিসাবে যদি কারোর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার দুর্নীতির তদন্ত হয়, তাহলে তো যাঁরা বৃহত্তর প্রশাসনিক ক্ষমতায় আছেন, তাঁদের বিরুদ্ধেও তদন্ত হওয়া উচিত! সবথেকে বড় কথা এতবড় দুর্নীতি হয়ে যাচ্ছে, সেকথা জেনেও কেন চুপ করে ছিলেন খাদ্যমন্ত্রী? সবমিলিয়ে, দল ছাড়াই অর্জুন সিংকে যেমন এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় শাসকদল, অর্জুন সিংও কিন্তু কোমর বেঁধে লড়াইয়ে প্রস্তুত – সবমিলিয়ে এই লড়াইয়ে ব্যারাকপুরের মানুষ কার সাথে দেয় সেদিকেই এখন তাকিয়ে রাজনীতির কারবারিরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!