এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনায় রেশন নিয়ে কেউ দাদাগিরি করলে ব্যবস্থা নেওয়া হবে! চরম হুঁশিয়ারি জ্যোতিপ্রিয় মল্লিকের

করোনায় রেশন নিয়ে কেউ দাদাগিরি করলে ব্যবস্থা নেওয়া হবে! চরম হুঁশিয়ারি জ্যোতিপ্রিয় মল্লিকের


লকডাউনের মুহূর্তে সাধারণ মানুষকে রেশন দিতে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যেখানে এক মাসের রেশন যেমন এক সপ্তাহে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনই যারা এখনও রেশন কার্ড পাননি, তাদেরকেও একটি ফর্ম দিয়ে ব্যবস্থা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সরকার এই ব্যাপারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেও, বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, রেশন দোকানে গিয়ে রাজনৈতিক নেতাদের দাদাগিরি।

বিরোধীদের অনেকেই অভিযোগ তুলছেন, রেশন দোকানে গিয়ে ত্রাণ তুলে নিয়ে আসছে তৃণমূলের নেতাকর্মীরা। আর তৃণমূলের পক্ষ থেকে অবশ্য পাল্টা এই ব্যাপারে বিরোধীদের দিকে অভিযোগ করা হচ্ছে। আর এমত পরিস্থিতিতে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা যাতে দাদাগিরি না করতে পারেন, তার জন্য এবার ব্যবস্থা নিল রাজ্য সরকার।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূলের কোনো নেতা যাতে দাদাগিরি করতে না পারেন, তার জন্য রেশন ডিলারদের সংগঠনকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর সঙ্গে যোগাযোগ করতে বলে তার নম্বর দেওয়া হয়েছে। অর্থাৎ, তৃণমূলের কোনো নেতা যদি রেশন নিয়ে দাদাগিরি করেন, তাহলে তার বিরুদ্ধে যেন সেই ডিলারদের সংগঠন সুব্রতবাবুর কাছে অভিযোগ জমা দেন। তাহলেই তৃণমূলের তরফে সেই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু পৌরসভার বেশ কিছু কাউন্সিলরের বিরুদ্ধে রেশন দোকানে গিয়ে খাদ্য সামগ্রী বলপূর্বক নেওয়ার অভিযোগ উঠেছে। আর মহামারীর এই সময়ে শাসক দলের নেতাদের বিরুদ্ধে বেশিরভাগ অভিযোগ ওঠায় অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। তাই সেই অস্বস্তি যাতে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ না করে এবং অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে সাথে সাথেই যাতে ব্যবস্থা নেওয়া যায়, তার জন্য এবার তৃণমূলের তরফে কড়া বার্তা দেওয়া হল।

এদিন এই প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পর্কে আলাদাভাবে কিছু বলতে চাই না। তবে এটা যে রাজনৈতিক দলের লোকজনই করুন না কেন, তা বরদাস্ত করা হবে না। সবারই উচিত এখন এই প্রতিকূল পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করা। আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই অভিযোগ ওঠে, তাহলে তা রাজ্য সভাপতি সুব্রত বক্সি দেখবেন। অভিযুক্তদের কাছ থেকে এই ব্যাপারে জবাবদিহি চাওয়া হবে।”

বিশেষজ্ঞরা বলছেন, মানুষের এই দুর্দিনে রেশনের ক্ষেত্রে যদি তৃণমূলের নেতাদের দাদাগিরি বেশি পরিমাণে উঠে আসে, তাহলে তৃণমূলকে প্রবল অস্বস্তিতে পড়তে হবে। তাই সেই অস্বস্তি ঢাকতে এবার দলীয় স্তরে অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করা হল বলে মত বিশেষজ্ঞদের। তবে তৃণমূলের তরফে কড়া বার্তা দেওয়ার পরেও নেতাদের দাদাগিরি কতটা কমে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!