এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > অর্জুন সিংহকে ‘চরম’ ধাক্কা দেওয়ার দিনক্ষণ স্পষ্ট করে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক!

অর্জুন সিংহকে ‘চরম’ ধাক্কা দেওয়ার দিনক্ষণ স্পষ্ট করে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক!


2019 এর লোকসভা ভোটের পর থেকে দলবদলের প্রবণতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এই দলবদল এর হাওয়ায় বিজেপির দিকেই ঝোঁক বাড়ে রাজ্যের শাসকদলের কর্মী-সমর্থকদের। শাসকদল থেকে লোকসভা ভোটের পর প্রতিনিয়ত সদস্য ও নেতারা নিয়ম করে বিজেপি দলে যোগদান করেছেন। ফলস্বরূপ, বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েতগুলি সবুজের থেকে গেরুয়া রং হয়েছে। তবে বর্তমানে সেই বদল এর পরিবর্তে ঘরওয়াপসি বেড়েছে।

ফলে যে পুরসভা পঞ্চায়েতগুলি গেরুয়া শিবিরের দখলে হয়ে গিয়েছিল, সেগুলো আবার তৃণমূলের হাতে আসতে শুরু করেছে। ইতিমধ্যে নৈহাটি, গারুলিয়া পুরসভা তৃণমূল দখল করে নিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের গড় বলে পরিচিত ভাটপাড়া পৌরসভা তৃণমূল কংগ্রেস দখল করতে পারেনি। আর এই নিয়ে পূর্বেই রাজ্যের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অর্জুন সিংকে হুঁশিয়ার করেছেন।

গারুলিয়া পৌরসভা ইতিমধ্যে তৃণমূলের দখলে এসেছে। তাই এবার লক্ষ্য ভাটপাড়া পুরসভা দখলের। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, পুজো মিটলেই ভাটপাড়া তৃণমূলের দখলে আসছে। যদিও দিন দশেক আগে তাঁর দাবি ছিল, ভাটপাড়া পুরসভার কন্ট্রোল তাঁদের করায়ত্ত হয়ে গেছে। লোকসভা ভোটের পর বিজেপি অধিকৃত পুরসভাগুলি ছিল হালিশহর, বনগাঁ, নৈহাটি, গারুলিয়া ইত্যাদি।

কালক্রমে বিজেপি থেকে আবার তৃণমূলে সদস্যরা ফিরে আসায় পুরসভাগুলিতেও কর্তৃত্বের স্থান বদল হয়। এবার অর্জুন সিংয়ের খাসতালুক ভাটপাড়া পৌরসভা দখলের জন্য প্রাণপনে ঝাঁপাতে চলেছে তৃণমূল। এদিন তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়ে দিয়েছেন 8 নভেম্বরের পর ভাটপাড়া পুরসভায় অনাস্থা প্রস্তাব আনা হবে। প্রসঙ্গত, কিছুদিন আগেই জ্যোতিপ্রিয় মল্লিক ঘোষণা করেছিলেন, ভাটপাড়ায় 33 জন কাউন্সিলর এর মধ্যে 21 জন তাঁদের দিকে চলে এসেছেন এবং আরো আসতে চলেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উল্লেখ্য, ভাটপাড়া পুরসভা বিজেপি দখল করার পর 8 নভেম্বর সেই দখলের সময়সীমা 6 মাস অতিক্রম করবে। আর তারপরেই অনাস্থা প্রস্তাব আনা হবে। লোকসভা ভোট পূর্বেই বিজেপিতে যোগদান করেছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক অর্জুন সিং। বিজেপিতে যোগ দেওয়ার সাথে সাথে তৃণমূল তৎপর হয়ে অর্জুন সিংকে ভাটপাড়া পুরপ্রধানের পদ থেকে সরিয়ে দেয়। 8 এপ্রিল সেখানে আস্থা ভোটে হেরে যান অর্জুন সিং। সেদিন 22-11 ভোটে হেরে গিয়েছিলেন তিনি।

কিন্তু গত চৌঠা জুন সেখানে আবার আস্থা ভোট নেওয়া হয়। এবার সেই ভোটে 26 জন কাউন্সিলর বিজেপির পক্ষে ভোট দেন। ফলে সাংসদ অর্জুন সিংয়ের ভাইপো সৌরভ সিং সেই আস্থা ভোটে জয়ী হয়ে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এদিকে তৃণমূল দাবি জানিয়েছে, কালীপূজার পরে ভাটপাড়া পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর তৃণমূলের দিকে চলে আসবেন। আবার অর্জুন সিং এই দাবির বিপক্ষে জানিয়েছেন, কাউন্সিলররা তাঁদের সঙ্গেই আছেন।

কিন্তু, তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, কাউন্সিলরদের তৃণমূলে আবার ফেরানো হলেও দলত্যাগী বিধায়কদের কোনমতেই আর দলে ফেরানো হবে না। তাঁর অভিযোগ, কাউন্সিলরের ভয় দেখিয়ে আটকে রেখে বিজেপি পুরসভাগুলি দখল করেছে। পূর্বেই ভাটপাড়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানিয়েছিলেন, ভাটপাড়া পুরসভায় 600 কোটি টাকার আর্থিক তছরুপ হয়েছে। দীর্ঘদিন সেখানকার সাফাই কর্মীরা বেতন পাচ্ছেন না বলে জানিয়েছিলেন তিনি।

একের পর এক পুরসভা ফের তৃণমূলের হাতে ফেরত যাওয়াই এমনিতেই বিজেপি শিবির যথেষ্ট চিন্তিত। এই নিয়ে দলের অন্দরে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। লোকসভা ভোটের পর শাসকদল থেকে যে পরিমাণ সদস্য বিজেপিতে যোগদান করেছিলেন, তাঁদের প্রায় অনেকেই এখন ঘরওয়াপসির জেরে ফেরত যাচ্ছেন তৃণমূলে। এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বিজেপি নেতৃত্ব। যা, লোকসভা পরবর্তী পরিস্থিতিতে বিজেপির চাপ বাড়িয়েছে স্বাভাবিকভাবেই।

অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য হলো, এভাবে যদি একের পর এক সদস্য বিজেপি থেকে তৃণমূলে চলে যেতে থাকে এবং তার ফলে একের পর এক পঞ্চায়েত এবং পুরসভা বিজেপির হাত থেকে বেরিয়ে যেতে থাকে, তাহলে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমত চাপে পড়ে যাবে গেরুয়া শিবির। অন্যদিকে, তৃণমূল এই অবস্থার পুরোপুরি সুযোগ নিয়ে ঘর গুছিয়ে নেবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ফলে, তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হুঁশিয়ারি উড়িয়ে বিজেপি সাংসদ অর্জুন সিং নিজের গড় ভাটপাড়া পুরসভা ধরে রাখতে পারেন কিনা, সেদিকেই এখন নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!