এখন পড়ছেন
হোম > রাজ্য > জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগের পাল্টা কুশলী চাল দিলীপ ঘোষের, জমছে লড়াই

জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগের পাল্টা কুশলী চাল দিলীপ ঘোষের, জমছে লড়াই


এদিন প্রকাশ্য জনসভায় করা মন্তব্যের কারণে ফের বিতর্কে জড়ালেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।কিন্তু কী ছিল সেই মন্তব্য? আসুন জেনে নেওয়া যাক্। রাজনৈতিক সূত্রের খবর থেকে জানা গেছে, এদিন উওর ২৪ পরগনা জেলার বনগাঁর গোপালনগরে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রচারে একটি জনসভায় বক্তব্য রাখতে গেছিলেন দিলীপবাবু। সেখানে প্রকাশ্যে মন্তব্য করেন, “গায়ে হাত দিলে অনাথ হতে হবে।” এই মন্তব্যে শোরগোল পড়ে যায় শাসকশিবিরে। তাঁদের তরফ থেকে অভিযোগ আসে গেরুয়াশিবিরের বিরুদ্ধে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

মন্তব্যের জেরে প্রতিবাদমূলক কর্মসূচী গ্রহণ করে তৃণমূল।রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রতিবাদ জানানোর পরই তৃণমূলের তরফ থেকে অভিযোগ জানিয়ে চিঠি দেওয়া হয় নির্বাচন কমিশনকে। তবে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় আবার এ ব্যাপারে পাল্টা সুর তুলে জানান, ”তৃণমূল কংগ্রেসের চিঠির পালটা চিঠি রাজ্য নির্বাচন কমিশনকে আমরা পাঠিয়েছি। আমরা বলেছি, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলকে ওই কথা বলেননি। ওই কথা তিনি স্থানীয় দুষ্কৃতীদের উদ্দেশ্যেই বলেছেন।” কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং দলেরই উওর ২৪ পরগনার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিকের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!