এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > ফের সরগরম উত্তর 24 পরগনা, তাজা বোমা উদ্ধার, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে হামলা

ফের সরগরম উত্তর 24 পরগনা, তাজা বোমা উদ্ধার, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে হামলা

কিছুদিন আগেই শেষ হয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের নির্বাচন। কিন্তু নির্বাচন শেষ হলেও অশান্তির শেষ নেই যেন সেই বনগাঁয়। একই পরিবারের দুই সদস্যের লড়াইয়ে এবার তীব্র রাজনৈতিক উত্তাপের সৃষ্টি হয়েছিল সেই বনগাঁর ঠাকুর পরিবারে। যেখানে একদিকে তৃণমূলের তরফে প্রার্থী হয়েছিলেন গতবারের বিদায়ী সাংসদ মমতাবালা ঠাকুর এবং বিজেপির তরফে সেই ঠাকুর পরিবারেরই অন্যতম সদস্য তথা মমতাবালা ঠাকুরের ভাইপো শান্তনু ঠাকুর।

আর এবার ভোট শেষ হওয়ার পরই বনগাঁর ঠাকুর পরিবার থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। সূত্রের খবর, শনিবার সকাল ন’টা নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার পুলিশ ঠাকুরবাড়িতে হানা দিয়ে কামনা সাগরের পাশে নির্মীয়মান একটি বাড়ি থেকে বেশ কিছু বোমা উদ্ধার করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে যে বাড়ি থেকে এই বোমাগুলো উদ্ধার হয়েছে, সেটি বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বাড়ি বলে অভিযোগ উঠেছে। যদিওবা এই ব্যাপারে বিজেপির শান্তনু ঠাকুর বলেন, “আমার বাড়ি থেকে বোমা উদ্ধার হল, আর আমাকেই কিছু জানানো হল না! আসলে এসবই জ্যোতিপ্রিয় মল্লিকের চক্রান্ত।”

এদিকে এদিনই উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গাড়িতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ, তার গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে। আর একই দিনে উত্তর 24 পরগনা জেলায় দুটি ঘটনা ঘটায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!