এখন পড়ছেন
হোম > রাজ্য > অভিনব পন্থায় দুর্নীতি রুখতে অভিনব উদ্যোগ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

অভিনব পন্থায় দুর্নীতি রুখতে অভিনব উদ্যোগ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের


দুর্নীতি রুখতে এবার অভিনব উদ্যোগ নিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।এদিন বিধানসভায় খাদ্য বাজেটের আলোচনায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান ” রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১৪০টি আটার নমুনা গবেষণাগারে পাঠানো হয়েছে। যদি মান খারাপ হয়, একজনকেও ছাড়ব না। মান এবং পরিমাপ নিয়ে কোনও ছাড়াছাড়ি নয়।” জানা গেছে এর জন্য মোট ১২ মাসের জন্য রেশন দোকানে বিক্রি হবে ১২ টি রঙের আলাদা ছাপ দেওয়া আটার প্যাকেট ।কেন্দ্রকে কঠাক্ষ করতেও ছাড়লেন তা এদিন তিনি। তিনি বলেন , “আগে রাজ্যের ৩ কোটি ৩৪ লক্ষ মানুষ রেশনের চিনি পেতেন। তার মধ্যে ২ কোটি ৭০ লক্ষ মানুষকে বাদ দিয়ে দিয়েছে কেন্দ্র। তাঁরা আর চিনি পান না। প্রতি মাসে ওরা ২৫ পয়সা করে কেরোসিনের দাম বাড়িয়ে যাচ্ছে। ৬ কোটি ১ লক্ষ ৮৪ হাজার মানুষকে কেন্দ্রের ‘খাদ্যসাথী’ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেজন্য কেন্দ্র হুমকি দিচ্ছে। ১৬-১৭ জনের পরিদর্শক দল পাঠানোর হুঁশিয়ারি দিচ্ছে। আমাদের লক্ষ্য গরিব পরিবারের হাতে ডিজিটাল কার্ড তুলে দেওয়া। এখনও কার্ড না হলে ৩ নম্বর ফর্ম পূরণ করে জমা দিলে ডিজিটাল কার্ড হয়ে যাবে” তিনি এই নিয়ে আরো জানান যে, ” বাম আমলের ১ কোটি ৩১ লক্ষ জাল রেশন কার্ড ধরেছি আমরা। কোনও দুর্নীতিগ্রস্ত ডিলারকে ছাড়ব না।” কোন জেলায় কতজন রেশন ডিলারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, ক’জন সাসপেন্ড, শো-কজ এবং ক’জনের লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছে তার পরিসংখ্যান তিনি এদিন বিধানসভায় পেশ করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!