এখন পড়ছেন
হোম > অন্যান্য > পুজো, শাস্ত্র ও ভাগ্য > জ্যোতিষমতে জন্মবার অনুযায়ী কোন দেবতার পূজা করলে শুভ ফল পাবেন জানেন কী? আসুন জেনে নেওয়া যাক

জ্যোতিষমতে জন্মবার অনুযায়ী কোন দেবতার পূজা করলে শুভ ফল পাবেন জানেন কী? আসুন জেনে নেওয়া যাক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –জ্যোতিষ শাস্ত্র আমাদের বহু প্রাচীন শাস্ত্র। যদিও এই শাস্ত্র বৈজ্ঞানিক প্রমাণের ওপর দাঁড়িয়ে নেই, আছে যুগ যুগ ধরে মানুষের বিশ্বাসের ওপর। গৃহশান্তি, অার্থিক স্বাচ্ছন্দ্যে লাভ, সামগ্রিক কল্যান কামনায় আমরা বিভিন্ন দেব দেবীর পূজা করে থাকি। কিম্তু আমরা হয়তো অনেকেই জানি না, পূজার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। জ্যোতিষ মতে তা যদি আমরা মেনে চলি তবে সেই পূজার শুভ ফল আমরা দ্বিগুণ পেতে পারি। শাস্ত্র মতে, আমরা যদি আমাদের জন্মবার অনুযায়ী সেই সব নির্দিষ্ট দেব দেবীর পূজা করি তবে সেই দেব দেবীর আশীর্বাদ আমরা অনেক সহজেই লাভ করতে পারি। আসুন আজ জেনে নিই জন্মবার অনুযায়ী কোন দেবতার পূজা করা উচিৎ।

 

★ রবিবার ঃ-
আপনার জন্ম যদি রবিবার হয় তবে শাস্ত্র মতে আপনি ভগবান বিষ্ণু বা তার কোনো অবতারের পূজা করলে আপনার জীবনে তা শুভ ফল দেবে।
আপনি শ্রীকৃষ্ণ বা ভগবান রামের পূজা করতে পারেন।

 

★ সোমবার ঃ-
সোমবারে যে জাতক-জাতিকার জন্ম, তাদের শাস্ত্র মতে অবশ্যই শিব পুজো করা উচিৎ। সোমবার মহাদেবের বার। ওই দিন আপনি শিব পুজো করলে অবশ্যই ভালো ফল পাবেন, এমনটাই মনে করেন শাস্ত্রবিদরা।

 

★ মঙ্গলবার ঃ-
আপনার যদি মঙ্গলবারে জন্ম হয় তবে শাস্ত্র মতে হনুমানজীর পূজা করলে আপনি শুভ ফল লাভ করবেন। আপনার তাতে সমস্ত সংকট দূর হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

★ বুধবার ঃ-
এই দিনে যাদের জন্ম তারা যদি গণপতি গণেশের আরাধনা করেন তবে আশানুরূপ ফল লাভ করবেন, এমনটাই বিশ্বাস করা হয়। এই বারে গণপতি অধিষ্ঠিত হন।

 

★ বৃহস্পতিবার ঃ-
যাদের এই দিনে জন্ম তারা যদি দেবাদিদেব মহাদেবের পূজা করেন তবে আপনি সব সমস্যা থেকে মুক্তি পাবেন, এমনটাই শাস্ত্রমতে বিশ্বাস করা হয়।

 

★ শুক্রবার ঃ-
শুক্রবারে জন্মবার যাদের তারা যদি মা দূর্গা বা তার কোনো রূপকে আরাধনা করেন তবে আশানুরূপ ফল লাভ করবেন। এই দিন মা শক্তি বিরাজ করেন।

 

★ শনিবার ঃ-

যে জাতক-জাতিকার জন্ম শনিবারে, জ্যোতিষ মতে তারা হনুমানজী বা কালভৈরবের পূজা করতে পারেন। এতে আপনি শুভ ফল লাভ করবেন ও শনিদেবের প্রকোপ থেকে দূরে থাকতে পারবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!