কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর জাতীয় বিশেষ খবর রাজ্য April 21, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ ৮৯ বছর বয়সে লোকান্তরে চলে গেলেন বাংলা সাহিত্যের স্বনামধন্য কবি শঙ্খ ঘোষ। রবীন্দ্র-পরবর্তী এই বিশিষ্ট কবির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলার সংস্কৃতি জগতে। কবি শঙ্খ ঘোষের মৃত্যুতে টুইট করে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, বাংলা ও ভারতীয় সাহিত্যে কবি শঙ্খ ঘোষের অবদান অবিস্মরণীয়। শঙ্খ ঘোষের মৃত্যুতে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। অন্যদিকে, কবির মৃত্যুতে শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানালেন, বিশিষ্ট কবি, সাহিত্য সমালোচক ও রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের মৃত্যুতে তিনি গভীর শোক প্রকাশ করছেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কবি আজ সকালে কলকাতার নিজ বাসভবনে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। কবি শঙ্খ ঘোষ যাদবপুর, দিল্লি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলার অধ্যাপনা করেছিলেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হল বাবরের প্রার্থনা, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, ওকাম্পোর রবীন্দ্রনাথ, ধুম লেগেছে হৃদ কমলে, এ আমির আবরণ। জ্ঞানপীঠ, পদ্মভূষণ, দেশিকোত্তম, সাহিত্য একাডেমি, রবীন্দ্র স্মৃতি পুরস্কার সহ অসংখ্য সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানালেন, কবি শঙ্খ ঘোষের সঙ্গে তাঁর অত্যন্ত সুসম্পর্ক ছিল। তাঁর মৃত্যুতে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি প্রয়াত শঙ্খ ঘোষের আত্মীয়-পরিজন, অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছেন। কবির মৃত্যুতে শোক প্রকাশ করে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় জানালেন যে, এই ঘটনায় তিনি অত্যন্ত ভারাক্রান্ত বোধ করছেন। এই কৃষ্ণ গহ্বর তিনি সহ্য করতে পারছেন না। বহুদিন ধরে তিনি দেখেছেন কবি শঙ্খ ঘোষকে। যুবক বয়স থেকে তাঁকে তিনি চেনেন। স্থিতধী ছিলেন তিনি। কখনও তিনি মেজাজ হারাতেন না। হাসির কথা শুনলেই খিলখিল করে হেসে উঠতেন তিনি। তবে নিজে সর্বদাই তিনি কম কথা বলতেন। এত পুরস্কার পেয়েছেন, কিন্তু কখনো অহঙ্কার তাঁকে স্পর্শ করেনি। তাঁকে শুধু কবি বললে ব্যাপারটা একপেশে হয়ে যায়, আসলে তিনি ছিলেন সাহিত্যের অভিভাবক। আপনার মতামত জানান -