এখন পড়ছেন
হোম > জাতীয় > কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে বিশেষ মন্তব্য অমিত শাহের

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে বিশেষ মন্তব্য অমিত শাহের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বীরভূমে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর। এই সফরে তিনি শান্তিনিকেতনে এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করলেন। এরপর বিশ্বভারতীর উপাচার্যের সঙ্গে তাঁর বৈঠক চলল। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, আজকের দিনটি তাঁর কাছে বিশেষ সৌভাগ্যের দিন। কারণ, আজকের দিনে তিনি এক মহামানবকে শ্রদ্ধাঞ্জলি দেবার সুযোগ পেয়েছেন, যিনি বিশ্বজুড়ে ভারতের জ্ঞান, সাহিত্য, দর্শন ও শিল্পকলাকে জনপ্রিয় করে তুলেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, কবিগুরু রবীন্দ্রনাথের সময়ে জাতীয়তাবাদের দুই প্রধান মুখ ছিলেন মহাত্মা গান্ধী ও নেতাজী সুভাষ চন্দ্র বসু। দুজনেই কবি গুরুর কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেছিলেন। তিনি জানালেন যে, একদিকে বিশ্বভারতী ও শান্তিনিকেতন এর মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, কলা, দর্শনের প্রচার ও প্রসার ঘটিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ। অন্যদিকে বিশ্বের বিভিন্ন ভাষা, সংস্কৃতিকে এদেশের ঐতিহ্যের সঙ্গে মিশিয়ে দিয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন। তখন তিনি কোথাও একটা লেখা পড়েছিলেন। যে লেখাতে বলা হয়েছিল যে, নোবেল সংস্থা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, জ্ঞান ও কবিতাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু তিনি মনে করেন, কবিগুরুকে সম্মান দেওয়ার মাধ্যমে নোবেল সংস্থা নিজেরা স্বীকৃতি লাভ করেছে। তিনি জানালেন যে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলেন একমাত্র মানুষ, যার রচিত কবিতা দুটি দেশের জাতীয় সংগীত হয়েছে।

অন্যদিকে, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় আসার পথে দুবরাজপুরে বিজেপি কর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বিজেপি অভিযোগ করেছে যে, বীরভূম জেলার বিজেপি কর্মীরা স্বরাষ্ট্র মন্ত্রীর সভায় যোগদানের জন্য জমায়েত করেছিলেন। সেখানে অকস্মাৎ তৃণমূলের বাইক বাহিনী তাদের উপর হামলা চালিয়েছে। তৃণমূলের বাইক বাহিনীর হামলায় বেশকিছু বিজেপি কর্মী আহত হয়েছেন বলে, অভিযোগ করেছেন তাঁরা। তবে, এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!