এখন পড়ছেন
হোম > জাতীয় > কাদায় বসে শাখ বাজিয়ে করোনা তাড়ানোর নিদান দেওয়া বিজেপি সাংসদ এবার নিজেই করোনা আক্রান্ত!

কাদায় বসে শাখ বাজিয়ে করোনা তাড়ানোর নিদান দেওয়া বিজেপি সাংসদ এবার নিজেই করোনা আক্রান্ত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতবর্ষে করোনা ভাইরাস প্রবেশ করার সাথে সাথেই মানুষ যখন আতঙ্কিত হয়ে পড়ে, ঠিক তখনই বিশিষ্টজনেদের মুখ থেকে শোনা যায় করোনাকে তাড়ানোর কথা। চিকিৎসক থেকে শুরু করে বিশেষজ্ঞরা যখন সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক এবং স্যানিটাইজার নিয়ে সকলকে পথ চলতে বলছেন, ঠিক তখনই দেশের হেভিওয়েট জনপ্রতিনিধিরা এই করোনা ভাইরাসকে বিতারিত করার জন্য একের পর এক নিদান দিতে শুরু করেন।

পাপড় ভাজা থেকে শুরু করে নিরামিষ খাবার খাওয়া কিংবা গোমূত্র পান করা, বিজেপির নেতা মন্ত্রীদের করোনা ভাইরাসকে তাড়ানোর জন্য এই সমস্ত নিদান নিঃসন্দেহে সমালোচনার ঝড় তৈরি করেছিল গোটা দেশজুড়ে। আর তার মধ্যেই রাজস্থানের বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়ার একটি মন্তব্য নিঃসন্দেহে চাঞ্চল্য তৈরি করেছিল গোটা দেশে। যেখানে তিনি বলেছিলেন, কাদা মেখে শাখ বাজালে করোনার হাত থেকে নিস্তার পাওয়া যাবে। কিন্তু করোনাকে তাড়ানোর এমন অদ্ভুত তত্ত্ব এই বিজেপি সাংসদ দিলেও এবার তিনিই করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেলেন না। যার ফলে তার দেওয়া অমূলক নিদান নিয়ে এখন বেশি করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, “আহমেদাবাদ মিররের প্রকাশিত খবর অনুযায়ী, গত সোমবার ওই বিজেপি সাংসদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন‌। আর তারপরই মঙ্গলবার টুইটার হ্যান্ডেলে সেঊ কথা স্বীকার করে নেন তিনি। যেখানে তিনি লেখেন, “কাল করোনা টেস্ট করানোর পর আমার রিপোর্ট পজেটিভ আসে। এরপর অনেকেই আমার স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। আপনাদের জানাতে চাই ঈশ্বরের কৃপায় আমি সুস্থ রয়েছি। শীঘ্রই আমি সুস্থ হয়ে ফের আপনাদের সেবার কাজে যোগ দেব।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এক সময় তো তিনি বেশ বড়াই করে নিজের ফেসবুক পেজে ভিডিও পোস্ট করে বলেছিলেন, কাদায় বসে শাঁখ বাজালে নাকি করোনা ভাইরাস চলে যাবে! সেক্ষেত্রে তাকে করোনা ভাইরাস আক্রমণ করল কি করে? তিনি তো করোনা ভাইরাসকে তাড়ানোর জাদু জানতেন! অনেকে রসিকতা করে বলছেন, হয়ত বা শাঁখ বাজানোর সময়টা কম ছিল এই বিজেপি সাংসদের।

তাই তাকে করোনা ভাইরাস আক্রমণ করেছে। আরও একটু বেশি সময় হয়ত বা শাঁখ বাজালে তাকে করোনা ভাইরাস আক্রমণ করতে পারত না! সব মিলিয়ে এবার যে বিজেপি সংসদ করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য শাঁখ বাজানোর কথা বলেছিলেন, সেই বিজেপি সাংসদকেই আক্রমণ করল করোনা ভাইরাস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!