এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রয়াত হলেন খাদ্য আন্দোলনের প্রথম শহীদের মা – শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী

প্রয়াত হলেন খাদ্য আন্দোলনের প্রথম শহীদের মা – শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী থেকে খাদ্যমন্ত্রী


এবার খাদ্য আন্দোলনের প্রথম শহীদ নুরুল ইসলামের মা আছিয়া বিবির প্রয়ানের ঘটনায় শোকের আবহ তৈরি হলো শাসক দলের অন্দরে। সূত্রের খবর, বুধবার ভোর সাড়ে চারটায় স্বরুপনগরের তেতুলিয়ার দলদারপাড়ায় নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই আছিয়া বিবি।

জানা যায়, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর। আর এই আছিয়া বিবির প্রয়ানেই তীব্র শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রসঙ্গত উল্লেখ্য, 1959 র খাদ্য আন্দোলনের সময় স্বরুপনগরের তেতুলিয়া উচ্চতর বহুমুখী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র নুরুল ইসলাম পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন।

এদিকে আর্থিক অনটনে কিভাবে সংসার চলবে তা বুঝে পাচ্ছিলেন না সেই মৃত নুরুল ইসলামের মা আছিয়া বিবি। আর এরপরই এই গোটা বিষয়টি নজরে আসে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2009 সালে তিনি আছিয়া বিবিকে আর্থিক সহায়তা করার পাশাপাশি তাঁর নাতিকে রেলে একটি চাকরির ব্যবস্থাও করে দিয়েছিলেন।

এমনকি প্রায়শই আছিয়া বিবির ব্যাপারে খোঁজখবর নিতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে সেই আছিয়া বিবির প্রয়ানেই তীব্র শোক প্রকাশ করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

এদিন এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “শহীদ নুরুল ইসলামের মা আছিয়া বিবির প্রয়ানে আমি গভীর শোক প্রকাশ করছি। প্রতি বছর 21 জুলাই শহীদ দিবসের সমাবেশে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে এই অশীতিপর মানুষটি অনেক দূর থেকে আসতেন। তাঁর নিষ্ঠা আমাদের অনুপ্রেরণা যোগায়। আমি তাঁর শোকস্তব্ধ পরিবার- পরিজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

এদিকে খাদ্য আন্দোলনের প্রথম শহীদের মায়ের মৃত্যুর খবর পেয়ে এদিন সকালেই তাঁর বাড়িতে পৌঁছান রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা পরিষদের সভাধিপতি বীনা মন্ডল, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী, পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ রমেন সর্দার সহ শাসক দলের নেতা-কর্মীরা।

সেখানেই আছিয়া বিবিকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শেষ যাত্রায় অংশও নেন তাঁরা। এদিন এই আছিয়া বিবির প্রয়াণে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “নুরুল ইসলাম শহীদ হওয়ার পর সিপিএমের নেতারা চারদিন তাঁর মৃতদেহ দেয়নি। সেই সময় অনেক কষ্টে ছেলের মৃতদেহ ফিরে পেয়েছিলেন প্রয়াত আছিয়া বিবি। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই তিনি ছেলের মৃতদেহ ফিরে পেয়েছিলেন। তাই এই আছিয়া বিবির প্রয়াণে আমরা সত্যিই শোকস্তব্ধ।

চার দিন আগেও মুখ্যমন্ত্রী আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে, “আছিয়া বিবি কেমন আছে?” সব মিলিয়ে এবার খাদ্য আন্দোলনের প্রথম শহীদ নুরুল ইসলামের মা আছিয়া বিবির প্রয়াণের ঘটনায় শোকস্তব্ধ শাসক দলের গোটা অন্দরমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!