এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > কাদের দিকে হাত বাড়াচ্ছে বিজেপি, দিলীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে আশঙ্কা বাড়লো ঘাসফুল শিবিরের!

কাদের দিকে হাত বাড়াচ্ছে বিজেপি, দিলীপের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে আশঙ্কা বাড়লো ঘাসফুল শিবিরের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শাসক দল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ বাড়ছে। দলে বিক্ষুব্দ বিধায়কদের সংখ্যা ক্রমশ বাড়ছে। দলের এই ক্ষুব্ধ বিধায়কদের বিজেপিতে এনে বাজিমাতের চেষ্টা রাজ্য বিজেপির। এই পরিস্থিতিতে তৃণমূলের প্রতি একাধিক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন কোন কোন তৃণমূল নেতাদের টার্গেট করেছে বিজেপি। সেইসঙ্গেই তিনি জানালেন যে, তৃণমূল দলটা আবর্জনায় ভরে উঠেছে। তাই এই দলে থেকে কেউ কাজ করতে পারছেন না।

সম্প্রতি বিভিন্ন জেলায় তৃণমূলের একাধিক বিধায়ক দলের প্রতি বিদ্রোহী হয়ে উঠেছেন। জেলায় জেলায় বাড়ছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এই পরিস্থিতিতে তৃণমূলের বিক্ষুব্ধদের বিজেপি নিজের দিকে টেনে এনে দলভারি করতে চাইছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, তৃণমূলের বহু বিধায়ক অনেকদিন দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করছেন। অনেকে রাজনীতি ছেড়ে দেওয়ার ইচ্ছাও প্রকাশ করছেন। অনেকে আবার তৃণমূল থেকে দাঁড়াতে চাইছেন না। অনেকে আবার ইস্তফাও দিয়ে দিয়েছেন। এ প্রসঙ্গে তিনি জানান যে, তৃণমূল দলে মুষল পর্ব শুরু হয়ে গেছে। তৃণমূল দলটা সম্প্রতি আবর্জনাতে ভরে উঠেছে। এই আবর্জনার মধ্যে কোন ভদ্রলোক থাকতে পারবেন না।

দিলীপ ঘোষ মন্তব্য করলেন যে, শাসকদল তৃণমূলে শুরু হয়েছে মুষল পর্ব। বিজেপি নিজেদের কর্মীদের নিয়ে পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। সেই সঙ্গে তিনি জানান যে, তৃণমূলের ঘরে ঘরে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। অনেক বিধায়ক দল ছাড়ার অপেক্ষা করছেন। তাঁর কথায়, তৃণমূলে কেউ কাজ করতে পারছেন না, যারা কাজ করতে চান তাদের বিজেপিতে আসার আহ্বান জানালেন তিনি। তাঁর কথায়, আবর্জনায় ভরা তৃণমূল দলকে সরিয়ে যারা পরিবর্তন আনতে চান রাজ্যে, তাঁদের জন্য সঠিক মাধ্যম হলো বিজেপি।

তৃণমূলের গোষ্ঠী কোন্দল সম্পর্কে তিনি জানালেন যে, তৃণমূল দলটিতে এখন আড়াআড়ি বিভাজন শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস এখন আড়াআড়ি বিভাজনের মুখে দাঁড়িয়ে আছে। প্রশান্ত কিশোরকে নামিয়ে দলের বিভাজন আটকানোর চেষ্টা করা হচ্ছে। ক্ষুব্ধ তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বুঝিয়ে দলের ভাঙ্গন রোধ করার চেষ্টা করছেন তিনি। কিন্তু এতে কোন ফল হবেনা বলেই, তাঁর দাবি। তৃণমূলে যে আড়াআড়ি বিভাজন শুরু হয়ে গেছে পিকে নিজেই তার প্রমান দিচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে, তৃণমূলের ভাঙ্গন রোধ করার পাশাপাশি বিজেপি নেতাদের ভাঙিয়ে নেওয়ার চেষ্টা করছেন পিকে। তাঁর কথায়, কোন কূলকিনারা না পেয়ে তৃণমূলের ভোট কুশলী বিরোধীদলে ভাঙ্গন ধরাবার চেষ্টা করছেন। নিজের দলের ভাঙ্গন রোধ করতে না পেরে বিরোধীদের ভাঙানোর চেষ্টা করছেন পিকে।

এরপর দিলীপ ঘোষ জানালেন যে, বিজেপির টার্গেটে কোন কোন তৃণমূলের নেতা, বিধায়ক আছেন। দিলীপ ঘোষ ইঙ্গিত করে জানালেন যে, তৃণমূলের বিক্ষুব্দ নেতাদের দলে টানার চেষ্টায় আছে বিজেপি। সরাসরি তাঁদের বিজেপি দলে আহ্বান জানানো হয়েছে। সরাসরি নাম না করেও তিনি ইঙ্গিত করলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের। শীলভদ্র দত্ত, উদয়ন গুহ যারা নির্বাচনে দাঁড়াতে চাইছেন না। আবার ইস্তফা দিয়েছেন বেচারাম মান্না, দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন মিহির গোস্বামী। দলের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত গোষ্ঠী কোন্দলে সম্প্রতি জর্জরিত তৃণমূল। দলের বেশকিছু বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যেতে পারেন বলে গুঞ্জন ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্য আরও জল্পনা ছড়ালো রাজ্য রাজনীতিতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!