এখন পড়ছেন
হোম > জাতীয় > গোটা দেশে গণতন্ত্র এগোচ্ছে, পশ্চিমবঙ্গে তা রসাতলে যাচ্ছে: কৈলাশ বৈজয়বর্গীয়

গোটা দেশে গণতন্ত্র এগোচ্ছে, পশ্চিমবঙ্গে তা রসাতলে যাচ্ছে: কৈলাশ বৈজয়বর্গীয়


রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সমাপ্তির পরেও সন্ত্রাসের ধারা অব্যাহত থাকার ঘটনাকে ‘গণতন্ত্রের হত্যা’ বলে মনে করছে গেরুয়া শিবির। রবিবার আইসিসিআর’এ  রাজ্যের লুপ্ত প্রায় গনতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিজেপি প্রভাবিত সংগঠন ‘নব বঙ্গ’-র একটি আলোচনাসভা আয়োজিত হলো। এদিনের আলোচনায় বক্তব্য রাখলেন বিজেপি দলের  কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর ভাষণে তিনি বললেন, “‘গোটা দেশে গণতন্ত্র এগোচ্ছে। পশ্চিমবঙ্গে তা রসাতলে যাচ্ছে। এ রাজ্যে হিটলারশাহি চলছে। পঞ্চায়েত ভোট পর্বে গণতন্ত্র ছিল না। এখনও নেই।”

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এছাড়াও তিনি পুরুলিয়ার বলরামপুরে দুই বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রসঙ্গ টেনে এনে বললেন,  ”পুলিশ শাসক দলের সঙ্গে সামিল হয়ে গেলে যুবক কর্মীদের প্রাণ কী করে বাঁচবে?” একইদিনে দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে সংবর্ধনা পঞ্চায়েত নির্বাচনে জয়ী দলীয় প্রার্থীদের সংবর্ধনা দেয় বিজেপি। ঐ সভায় উপস্থিত ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভায় আগত দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্য রাজ্যের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করে তিনি বললেন,  ”এমন গণতন্ত্র ভারতে কেউ কোনও দিন দেখেনি। মনোনয়ন পত্র জমা দিতে এমন সন্ত্রাসের মুখে পড়তে হবে, আমরা ভাবতে পারিনি। দিদি মনে করছেন, গণতন্ত্র তাঁদের হাতে।” অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিরোধীদের আনা সমস্ত অভিযোগ কার্যত নসাৎ করে বললেন, ”গুজরাত গণহত্যার নায়ক বিজেপি-র কাছ থেকে গণতন্ত্র শিখতে হবে! এর থেকে হাস্যকর কী হতে পারে?”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!