এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কৈলাশ-মুকুলের খেলা শুরু! সঙ্গে আরেক তৃনমূলী মহারথী? পিকের স্ট্র্যাটেজিকে চেকমেট করবে বিজেপি?

কৈলাশ-মুকুলের খেলা শুরু! সঙ্গে আরেক তৃনমূলী মহারথী? পিকের স্ট্র্যাটেজিকে চেকমেট করবে বিজেপি?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এখন তৃণমূল থেকে বিজেপি প্রতিটি রাজনৈতিক দল চাইছে, একে অপরের ঘর ভাঙতে। কোন দলের হেভিওয়েটকে এনে নিজেদের দলে যোগদান করানো যায়, তার জন্য প্রতিনিয়ত উদ্যোগী হতে দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের। ইতিমধ্যেই বেশ কিছু হেভিওয়েট নেতা থেকে জনপ্রতিনিধি দলবদল করতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে বাংলার রাজনৈতিক অলিন্দে। প্রশান্ত কিশোরের পরামর্শ মোতাবেক তৃণমূল এখন বিভিন্ন জায়গায় বিরোধীদের ঘর ভাঙ্গানোর চেষ্টা করছে।

অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় নিচুতলার বিজেপি নেতা কর্মীদের নিজেদের দিকে টানাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। তবে প্রশান্ত কিশোর এই ফর্মুলা পালন করে বিজেপিকে চাপে রাখার চেষ্টা করলেও, এতদিন যে মুকুল রায়কে নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়েছিল, এবার সেই মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে, খুব তাড়াতাড়ি আবার নিজের ফর্মে ফিরে যাবেন মুকুল রায়। অনেকে বলছেন, বিজেপিতে সবথেকে হেভিওয়েট জুটির নাম কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায়ের জুটি। তারা একত্রিত হয়ে তৃণমূলের অস্বস্তি এর আগেও বাড়িয়ে দিয়েছেন। প্রায় প্রতি নিয়ত দিল্লিতে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের যোগদান করিয়ে চমক ধরিয়ে দিয়েছেন এই দুই নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার তাদের সাথে তৃণমূলের এক হেভিওয়েট নেতাও যুক্ত হয়েছেন বলে খবর। যার ফলে প্রশান্ত কিশোর যতই স্ট্রাটেজি তৈরি করুক না কেন, এই তিনজন যদি এক হয়ে পড়েন, তাহলে তৃণমূলের কোনো কৌশলই আর কাজে দেবে না বলে দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। শুধু তাই নয়, এই অসম্ভব ঘটনা যদি সম্ভব হয়ে পড়ে, তাহলে বাংলার রাজনীতিতে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ঝড় উঠবে বলেই দাবি করছেন অনেকে।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নেতা কখনও আকাশ থেকে পড়ে না। বরাবর যখন ক্ষমতার পরিবর্তন হয়, তখন এ দল-ও দল থেকে নেতার ভিড় বাড়ে শাসকদলে। স্বাভাবিকভাবেই বিজেপিকে যদি ক্ষমতায় আসতে হয়, তাহলে অন্যান্য রাজনৈতিক দল থেকে নেতাকর্মীদের নিজেদের দিকে টেনে নিজেদের সংগঠনকে বাড়াতে হবে। তবে এই ঘটনা যাতে না হয়, তার জন্য প্রশান্ত কিশোর বিজেপির ভাঙন ধরাতে তৎপর হয়েছেন। কিন্তু মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় এবং তৃণমূলের এক মহারথী যদি এক হয়ে যান, তাহলে প্রশান্ত কিশোরের স্ট্র্যাটেজি ভেঙে খান খান হয়ে যাবে বলেই দাবি বিশেষজ্ঞদের। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!