এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুকুল রায়-দিলীপ ঘোষের সমীকরণ নিয়ে নতুন আভাস দিলেন কৈলাশ বৈজয়বর্গীয়

মুকুল রায়-দিলীপ ঘোষের সমীকরণ নিয়ে নতুন আভাস দিলেন কৈলাশ বৈজয়বর্গীয়


বাংলার পঞ্চায়েত নির্বাচনেই প্রমাণিত বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী শক্তির নাম বিজেপি। আর তাই এবার লোকসভা নির্বাচনে নজিরবিহীন ফল করে দেখতে চান বাংলায় বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বৈজয়বর্গীয়। তাঁর দাবি, বাংলায় সভাপতি হিসাবে দারুন কাজ করছেন দিলীপ ঘোষ, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের দায়িত্ত্ব পেয়েই নিজের ‘জাদু’ দেখিয়ে দিয়েছেন মুকুল রায়। ফলে জমে গেছে দিলীপ ঘোষ-মুকুল রায় জুটি। আর তাই এই জুটিকে সামনে রেখেই লোকসভা ভোটের জন্য ঘর গোছাতে শুরু করতে চান তিনি। তিনি আরো জানান, বাংলায় সংগঠন খুব ভালো কাজ করছে, তাই সংগঠনের শীর্ষস্তরে এই মুহূর্তে খুব বড়সড় রদবদল চাইছেন না।

কিন্তু বিজেপি সূত্রের খবর, রাজ্যে জুনের দ্বিতীয় সপ্তাহেই আসছেন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তারও আগে আগামী ৩ ও ৪ জুন রাজ্যে আসছেন বিজেপির দুই কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রকাশ ও সওদান সিংহ। সরকারিভাবে তাঁরা আসছেন, মোদী সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে বাংলায় কিভাবে প্রচার হয়েছে তার রিপোর্ট নিতে, কিন্তু গেরুয়া শিবিরের অন্দরের খবর আসলে প্রধান সেনাপতি অমিত শাহ আসার আগে তাঁরা আসছেন জল মাপতে। কৈলাশ বিজয়বর্গীয় যতই বলুন এই মুহূর্তে রাজ্যে শীর্ষস্তরে কোনো বড় পরিবর্তন হবে না, কিন্তু সূত্রের খবর বড়সড় রদবদল আসন্ন এবং সেই প্রক্রিয়া অমিত শাহের বঙ্গ-সফরের পরেই শুরু হয়ে যাবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!