এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনার মধ্যে মমতার বিরুদ্ধে ভোটের রাজনীতি করার অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার! জেনে নিন!‌

করোনার মধ্যে মমতার বিরুদ্ধে ভোটের রাজনীতি করার অভিযোগ হেভিওয়েট বিজেপি নেতার! জেনে নিন!‌

করোনা মোকাবিলায় রাজনীতি দেখা হবে না বলে দাবি করেছিলেন সমস্ত রাজনীতিবিদেরা। এমনকি বিরোধী পক্ষের তরফ থেকে কোনো সাজেশন দিতে এলে তা গ্রহণ করা হচ্ছিল। যা দেখে প্রত্যেকেই আশা প্রকাশ করেছিলেন যে, করোনা হয়তো এক করে দিল সকলকে। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রবল বিরোধী দল হিসেবে পরিচিত হলেও, বিজেপির সাথে সর্বদলীয় বৈঠকে সৌজন্যতা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌজন্যতা দেখিয়েছেন বাম, কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও। তাদের দেওয়া পরামর্শ গ্রহণ করেছেন তিনি। তবে বর্তমানে যত দিন যাচ্ছে, ততই রাজনীতি এসে পড়ছে। এবার করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নিন্দা করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ভোটের রাজনীতি করার অভিযোগ তুললেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, এদিন নবান্নের সাংবাদিক বৈঠক থেকে বিজেপির উদ্দেশ্যে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন, “করোনা মোকাবিলায় রাজ্য সর্বতোভাবে কাজ করার চেষ্টা করছে। যারা কাজ করে, তাদের ভুল হয়। জল তুলতে গেলে এক মগ জল পড়ে যেতেই পারে। তা নিয়ে দোষ ধরলে চলবে না।” পাশাপাশি কেন্দ্র কোনো সহযোগিতা করছে না বলেও এদিনের সাংবাদিক বৈঠক থেকে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তারপরেই সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠ গড়ায় তোলেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী ভোটের রাজনীতি করছেন। শুধু ভোটের চিন্তা ওনার। ওনার দেশ বা সমাজের চিন্তা নেই।” এদিন সাংবাদিক বৈঠকে দিল্লির নিজামউদ্দিনে তবলিঘি জমায়েত প্রসঙ্গেও মুখ খোলেন তিনি। এই প্রসঙ্গে ওখানে জমায়েত করা ব্যক্তিদের ‘মানববোমা’ বলে উল্লেখ করেন বিজেপি নেতা।

তবে আশ্বস্ত করে আরও বলেন, “ওদের উচিত নিজে থেকে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করা। কোনও অপরাধীর তকমা দেওয়া হবে না। প্রশাসন ওদের আলাদা করে রেখে চিকিত্‍সা করবে শুধু।” ফলে প্রথম দিকে শাসক-বিরোধী সকলেই করোনাকে রুখতে ঐক্যবদ্ধ বলে মনে করা হলেও, বর্তমানে যেভাবে একে অপরের দিকে কটাক্ষ ছুড়ে দিচ্ছেন, তাতে রাজনীতি যে কিছুতেই সরতে চাইছে না বাংলা থেকে, তা কার্যত স্পষ্ট সকলের কাছেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!