এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মুখ্যমন্ত্রীকে ‘সন্ত্রাসীদের মাসি’ তীব্র কুরুচিকর আক্রমন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র

মুখ্যমন্ত্রীকে ‘সন্ত্রাসীদের মাসি’ তীব্র কুরুচিকর আক্রমন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়র

বাংলায় পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দলীয় প্রচারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কুরুচিকর আক্রমন করলেন বিজেপি নেতা তথা দলের তরফে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক দলীয় প্রচার সভা থেকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘সন্ত্রাসীদের মাসি’ বলে কটাক্ষ করেন। সেই সূত্র ধরেই এমনকি বাংলাকে তিনি ‘সন্ত্রাসবাদীদের মাসির বাড়ি’ বলেন। স্বাভাবিকভাবেই কৈলাশ বিজয়বর্গীয়র এহেন মন্তব্যের পরে ঝড় উঠে গেছে রাজ্য-রাজনীতিতে।

স্থানীয় সূত্রের খবর, কৈলাশ বিজয়বর্গীয় দলীয় সভা থেকে বলেন, তৃণমূলের মদতেই এরাজ্যে গরুপাচার ও জাল নোট কারবার চলছে। তৃণমূলের কল্যাণে বাংলাদেশি দুষ্কৃতী ও সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় হয়েছে বাংলা। সন্ত্রাসবাদীদের কাছে বাংলা হল মাসির বাড়ি​ নামক স্বর্গরাজ্য​। আর ​এই মাসির বাড়ির ​মাসি হলেন মমতা ​বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!