আর কয়েক ঘন্টা পরেই, মমতা ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনতে চলেছেন কৈলাশ কলকাতা বিশেষ খবর রাজ্য May 5, 2019 প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – বঙ্গ-রাজনীতিতে এই মুহূর্তে দুই প্রবল যুযুধান প্রতিপক্ষের নাম তৃণমূল কংগ্রেস ও বিজেপি। চলতি লোকসভা নির্বাচনের আবহে একদিকে যখন তৃণমূল কংগ্রেস দাবি করছে ৪২ এ ৪২ করার, পাল্টা বিজেপির দাবি বাংলা থেকে কমপক্ষে ২২-২৩ টি আসন নিজেদের দখলে আনার। কি হবে শেষ ফলাফল? তা জানতে অপেক্ষা করতে হবে আগামী ২৩ শে মে ইভিএম খোলা পর্যন্ত। কিন্তু, তার আগে দুই প্রতিপক্ষ শিবিরের বাকযুদ্ধ ক্রমশ চরমে উঠছে। এতদিন প্রকাশ্য জনসভায় একে-অপরের বিরুদ্ধে তোপ দেগে এসেছেন বিজেপি ও তৃণমূল নেতারা। আর এবার টিভির পর্দায় তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনে রাজ্য-রাজনীতিতে রীতিমত বিস্ফোরণ ঘটাতে চলেছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত ধরে মাত্র কিছুদিন আগেই লঞ্চ হওয়া বাংলার অন্যতম নিরপেক্ষ নিউজ চ্যানেল RK News-এ আজ সন্ধ্যা ৭ টায় সেই বিস্ফোরক সাক্ষাৎকার আসতে চলেছে বলে ওই চ্যানেলের কর্তৃপক্ষের তরফে জানা গেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কি থাকতে চলেছে কৈলাশ বিজয়বর্গীয়র ওই সাক্ষাৎকারে? RK News-এর তরফে খোলসা করে কিছু বলা না হলেও, একটি প্রোমো তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একাধিক বিতর্কিত বিষয়ে মমতা ব্যানার্জি থেকে রাজীব কুমার সকলেরই নাম নিচ্ছেন কৈলাশ বিজয়বর্গীয়। সবথেকে বড় কথা, সাক্ষাৎকারের সময়ে বেশ কিছু ছবি তুলে ধরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছেন – কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ ওই ছবিগুলি আপাতত ‘ব্লার’ করে রেখেছেন। ফলে, সাধারনের মধ্যে সমগ্র বিষয়টি নিয়ে কৌতূহল ক্রমশ আকাশ ছুঁচ্ছে। কৈলাশ বিজয়বর্গীয় নিজে এক ফেসবুক পোস্টে এই বিস্ফোরক সাক্ষাৎকারের কথা আগাম জানিয়েছেন। তিনি জানিয়েছেন RK News চ্যানেলটি Tata Sky-তে ১৩৩৮ নম্বর চ্যানেলে, Dish TV-তে ১৪৭২ নম্বর চ্যানেলে, Siti Cable-এ ৬৮ নম্বর চ্যানেলে, GTPL KCBPL-এ ৬৮ নম্বর চ্যানেলে দেখা যাবে। RK News কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে কৈলাশ বিজয়বর্গীয়র এই বিস্ফোরক সাক্ষাৎকারটি সন্ধ্যে ৭ টার সময় সম্প্রচারিত হলেও, দর্শকদের সুবিধার জন্য আজ রাত্রি ১১ টাতে পুনঃসম্প্রচারিত হবে। সব মিলিয়ে এই সাক্ষাৎকারের প্রোমো দেখেই যা বোঝা যাচ্ছে – আজ সন্ধ্যে ৭ টার সময় আম-বাঙালির নজর থাকবে শুধুমাত্র RK News-এর পর্দায়। একঝলকে দেখে নিন RK News-এর তরফে সম্প্রচারিত সেই প্রোমো – আপনার মতামত জানান -