এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কাজ করতে পদ লাগে না! নাম করেই বিরোধী গোষ্ঠীকে তুলোধোনা করে ঝড় তুলে দিলেন শুভেন্দু অধিকারী

কাজ করতে পদ লাগে না! নাম করেই বিরোধী গোষ্ঠীকে তুলোধোনা করে ঝড় তুলে দিলেন শুভেন্দু অধিকারী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তাকে নিয়ে রাজ্য রাজনীতিতে সবথেকে বেশি জল্পনা তৈরি হয়েছে। তৃণমূলের সাংগঠনিক বৈঠক হলেও সেখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার ব্যাপারে জল্পনা তৈরি হলেও, সেভাবে কোনো জায়গা দেওয়া হয়নি। যার পর থেকেই সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরি হয়েছিল। দল কিংবা সরকারের কোনো কর্মসূচিতে উপস্থিত থাকতে দেখা যায়নি তাকে।

এমনকি শুভেন্দুবাবুর জেলায় তার বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত অখিল গিরির গোষ্ঠীর লোকজনদের বেশি পরিমাণে গুরুত্ব দিতে শুরু করেছিল তৃণমূল শীর্ষ নেতৃত্ব। যার ফলে শুভেন্দু অধিকারীর অনুগামীরা কিছুটা হলেও ক্ষুব্ধ হয়েছিলেন। আর এই পরিস্থিতিতে শুভেন্দুবাবু দলত্যাগের মত সিদ্ধান্ত নিতে পারেন বলেও মনে করেছিল একাংশ। আর এমতাবস্তায় এবার প্রকাশ্যে “মানুষের জন্য কাজ করতে পদ লাগে না” বলে দলের বিরোধী গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে মন্তব্য করতে দেখা গেল রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। যার জেরে ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে।

সূত্রের খবর, এদিন কোলাঘাটে দাদার অনুগামীদের আয়োজনে বিজয় সম্মেলনে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। যেখানে দলের বিরোধী গোষ্ঠীর নেতাদের উদ্দেশ্যে মন্তব্য করতে দেখা যায় তাকে। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুবাবু বলেন, “লকডাউন চলাকালীন কোলাঘাট ব্লকের মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমত চেষ্টা করেছি। দুর্ঘটনায় মৃত অ্যাম্বুলেন্স চালকের পরিবার ও মৃত একজন রোগীর পরিবারকে সাহায্য করেছি। আমি এসব করে বলি না। বলছি, কারন কিছু ভোটপাখি লকডাউনের সময় মানুষের পাশে দাঁড়ায়নি। তারা শুধু সজনেগাছি বাজারে মাস্ক বিলি করেছে। আমি কোনো রাজনৈতিক দলকে বলছি না। কিছু ব্যক্তি এরকম করেন। এদের থেকে দূরে থাকতে হবে। সত্যের পক্ষে, ন্যায়ের পথে থাকতে হবে। মানুষের জন্য কাজ করতে ছাড়পত্র লাগে না। কোনো পদ লাগে না।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী এই মন্তব্য করে দুটি দিক তুলে ধরার চেষ্টা করলেন। কেননা কিছুদিন আগেই এই সজনেগাছি বাজারে মাস্ক বিলি করতে দেখা গিয়েছিল শুভেন্দুবাবুর বিরোধী গোষ্ঠীর নেতা বিপ্লব রায় চৌধুরীর অনুগামীদের। এদিন সেই কথা তুলে ধরে বিরোধী গোষ্ঠীর নেতাদের কটাক্ষ করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। অন্যদিকে তাকে তৃণমূলে গুরুত্বপূর্ণ পদ দেওয়া না হলেও, কাজ করলে যে কোনো পদ লাগে না, তাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়ে তৃণমূল শীর্ষ নেতৃত্বকে বার্তা দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের পরিবহনমন্ত্রী বলে দাবি বিশেষজ্ঞদের।

আর শুভেন্দু অধিকারী এতদিন প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, এদিন এই মন্তব্যের মাধ্যমে তিনি দলের একাংশকে কটাক্ষ করলেন বলেই মনে করা হচ্ছে। যার ফলে সেই শুভেন্দুবাবুর সঙ্গে দলের দূরত্ব আরও বৃদ্ধি পেল বলেই দাবি করছেন একাংশ। যদিও বা শুভেন্দু অধিকারী এই রকম মন্তব্য করলেও, তার পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন তার বিরোধী গোষ্ঠীর নেতা তথা জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অখিল গিরি।

এদিন তিনি বলেন, “শুভেন্দু দল বিরোধী কাজ করছেন। যেখানে সেখানে বাজে মন্তব্য করছেন। তিনি মনে করছেন, তিনি একাই দলের সব কিছু। ওর মন্তব্যকে আমরা গুরুত্ব দিচ্ছি না।” তবে এতদিন তিনি নীরবতা পালন করলেও, এবার শুভেন্দু অধিকারীর এই মন্তব্য যে দলের একাংশ কে উদ্দেশ্য করেই, সেই ব্যাপারটি স্পষ্ট বিশেষজ্ঞদের কাছে। সব মিলিয়ে যত দিন যাচ্ছে, ততই শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে তৈরি হচ্ছে ধোঁয়াশা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!