এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ফের সক্রিয় হয়ে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী মাঠে নামতেই শুরু বিজেপির ঘরে ভাঙ্গন, জল্পনা তুঙ্গে

ফের সক্রিয় হয়ে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী মাঠে নামতেই শুরু বিজেপির ঘরে ভাঙ্গন, জল্পনা তুঙ্গে

2019 এর লোকসভা ভোটের পর থেকেই দলবদল এর প্রবণতা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায়। এই দলবদলের হাওয়ায় বিজেপির দিকেই টান থাকে বেশি। আর সেই দলে নাম লেখায় সবথেকে বেশি তৃণমূল দল। লোকসভা ভোটের পর প্রতিনিয়ত শাসক দল থেকে একের পর এক সদস্য ও নেতারা নিয়ম করে বিজেপি দলে যোগদান করেছেন।

ফলস্বরূপ, বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েতগুলি বিজেপি হস্তগত করে। তবে বর্তমানে সেই জায়গায় বেড়েছে ঘরওয়াপসি। রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঘরওয়াপসি শুরু হয়েছে। যেমন এবার কোচবিহারে ঘরে ফেরার পালা দলত্যাগী তৃণমূল কর্মীদের। আর এই ব্যাপারে মুখ্য ভূমিকা পালন করছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

এবার কোচবিহারে বিজেপি থেকে শতাধিক নেতা কর্মী ফিরে এলেন। লোকসভা ভোটের পর যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তাঁরাই আবার এদিন দলবদল করলেন। তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ তথা মন্ত্রীপুত্র পঙ্কজ ঘোষ এবং স্থানীয় তৃণমূল নেতারা।

লোকসভা ভোটের পর রবীন্দ্রনাথ ঘোষের নিজের কেন্দ্র নাটাবাড়ি থেকে তৃণমূল কংগ্রেস দলে ভাঙ্গন ধরে। রাজনৈতিক মহলের মতে, এবার সেই ভাঙন জোড়া লাগার পথে। এবং এই দলবদল এর ফলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব উৎসাহিত হয়ে উঠলো।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই প্রসঙ্গে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর জন্যই মানুষ বিজেপিকে মেনে নিতে পারছে না। তাই যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল তাদের মোহভঙ্গ হয় এবং তাঁরা আবার তৃণমূল কংগ্রেসে ফিরে আসে।অন্যদিকে, বিজেপিতে প্রশ্ন উঠেছে বারবার একই ঘটনা কিভাবে ঘটছে? সংগঠনের কোথায় ফাঁক রয়ে যাচ্ছে? এই নিয়ে চিন্তার ভাঁজ বিজেপি শিবিরে।

লোকসভা ভোটের পর থেকে যে পরিমাণ সদস্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন, তাতে বিজেপি সংগঠন যথেষ্ট শক্তিশালী জায়গায় পৌঁছেছিল। কিন্তু বর্তমানে আবার দল পরিবর্তনকারীরা তৃণমূলে ফিরে যাওয়ায় পদ্ম শিবিরে চিন্তার ভাঁজ। এই নিয়ে দলীয় স্তরে তদন্ত শুরু হয়েছে।

অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য হলো, এইভাবে যদি একে একে বিজেপি দল থেকে তৃণমূলে ফিরতে শুরু করে, তাহলে 2021 এ বিজেপির জন্য কোন অঘটন ঘটা অসম্ভব নয়। ফলে অবিলম্বে বিজেপির উচিত নিজেদের সংগঠনকে আরো শক্তিশালী করা। তবে এই দল বদল এর ফলে তৃণমূলের শক্তিও কিছুটা হলেও বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!