এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ‘কাজের ছেলে ববি’, মমতার কথায় সিলমোহর ফেলে বাড়িতে ঢুকেই ভার্চুয়াল বৈঠকে ফিরহাদ হাকিম

‘কাজের ছেলে ববি’, মমতার কথায় সিলমোহর ফেলে বাড়িতে ঢুকেই ভার্চুয়াল বৈঠকে ফিরহাদ হাকিম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাইকোর্টের পক্ষ থেকে গৃহবন্দি থাকার নির্দেশ পাওয়ার পর গতকাল চার দিন পর বাড়ি ফিরলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ও কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম। শহরের করোনা পরিস্থিতি ও ঘূর্ণিঝড় যশ নিয়ে ভার্চুয়াল বৈঠকে যোগদান করলেন পরিবহনমন্ত্রী, একাধিক নির্দেশ দিলেন তিনি পুরসভার আধিকারিকদের। প্রসঙ্গত, মন্ত্রী ফিরহাদ হাকিমের উপরে অগাধ আস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী তাঁকে ‘কাজের ছেলে’ বলে অভিহিত করেছেন। মুখ্যমন্ত্রীর কথাকেই আবার সত্যি বলে প্রমাণ করে দিলেন ফিরহাদ হাকিম।

গতকাল প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি ফেরার পর ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন ফিরহাদ হাকিম। এই বৈঠকে তিনি অধিক সংখ্যায় ভ্যাক্সিনেশন, স্যানিটাইজেসন, করোনা আক্রান্ত হয়ে মৃতদের সঠিকভাবে দাহকার্যের নির্দেশ দিলেন। গতকাল ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করেছেন কলকাতা পুরসভার কমিশনার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক, যুগ্ম সচিব ও বেশকিছু চিকিৎসক। শহরের করোনা পরিস্থিতি সম্পর্কে একাধিক বিষয়ে জানতে চাইলেন তিনি। টিকাকরণ পরিস্থিতি সম্পর্কেও তিনি খোঁজ নিলেন। গতবছরের আমফানের প্রসঙ্গ উল্লেখ করলেন তিনি। আসন্ন ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় কলকাতা পুরসভাকে সমস্ত রকম ভাবে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এই বিষয়গুলি নিয়ে আজ আবার বৈঠক করতে চলেছেন ফিরহাদ হাকিম। তবে রাজ্যের তিন হেভিওয়েট এখনো পর্যন্ত হাসপাতালে রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এখনো এসএসকেএম হাসপাতালে রয়েছেন। এখনো চলছে তাঁদের চিকিৎসা। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, ববি হাকিম হলেন বড় কাজের ছেলে। করোনা মোকাবিলায় কাজ করছিলেন তিনি। জোর করে তাঁকে আটকে রাখা হয়েছে। গতকাল বাড়ি ফিরে যেভাবে তিনি ভার্চুয়াল বৈঠকে যোগদান করলেন, তাতে মুখ্যমন্ত্রীর ‘কাজের ছেলে ববি’ অভিধাকে আবার সত্য বলে প্রমান করে দিলেন তিনি।

গতকাল সন্ধ্যা সাতটার সময় পুলিশের গাড়িতে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন ফিরহাদ হাকিম। বাড়ি ফেরার আধঘন্টা পরেই তিনি ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন। সম্প্রতি, তাঁর বাড়ির সামনে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর পরিবারের সদস্যরা ছাড়া অন্যান্যদের বাড়িতে প্রবেশে নিষেধ করা হয়েছে। খুব প্রয়োজনে যদি কেউ তাঁর বাড়িতে আসেন, তবে তার রেকর্ড রাখার নির্দেশ দিয়েছে আদালত। গতকাল তিনি যখন বাড়ি ফিরলেন, তখন তাঁকে দেখতে তাঁর বাড়ির সামনে রাস্তার দু’পাশে বহু মানুষ জমায়েত করেছিলেন। কিন্তু কাউকে কোন স্লোগান তুলতে দেখা যায়নি। কোনো রকম অশান্তির পরিবেশ তৈরী হতেও দেখা যায়নি গতকাল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!