এখন পড়ছেন
হোম > জাতীয় > “কাজের কথা বলেন না, শোনেন না, শুধু মন-কি-বাত!” করোনা নিয়ে মোদীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর!

“কাজের কথা বলেন না, শোনেন না, শুধু মন-কি-বাত!” করোনা নিয়ে মোদীকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোটা দেশজুড়ে যেভাবে করোনা ভাইরাস বাড়তে শুরু করেছে, তাতে কেন্দ্রীয় সরকারকে দায়ী করছে বিরোধী রাজনৈতিক দলগুলো। যে সমস্ত রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় রয়েছে, কেন্দ্রের পক্ষ থেকে তাদের ভ্যাকসিন থেকে শুরু করে করোনা ভাইরাস মোকাবিলার জন্য সঠিক ভাবে সহযোগিতা করা হচ্ছে না বলে অভিযোগ সামনে আসতে শুরু করেছে।

আর এই পরিস্থিতিতে এবার স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। যেখানে করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ফোন করলেও, তিনি তার কোনো কথা শুনেননি বলেই অভিযোগ করতে দেখা গেল ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে। স্বাভাবিক ভাবেই করোনা ভাইরাস যখন বাড়ছে, তখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই ধরনের অভিযোগকে কেন্দ্র করে রীতিমত শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে ঝাড়খন্ডে প্রায় তিন কোটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দৈনিক মৃত্যু হচ্ছে 100 থেকে 150 জন মানুষের। আর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করলেও, শুধুমাত্র নিজের মনের কথাই বলে গিয়েছেন বলে অভিযোগ করেছেন ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।

বৃহস্পতিবার রাতে টুইটারে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী লেখেন, “আজ প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। শুধু নিজের মনের কথাই বলে গেলেন। ভালো হত, যদি কাজের কথা বলতেন এবং কাজের কথা শুনতেন।” আর একটি প্রদেশের মুখ্যমন্ত্রী পক্ষ থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সামনে আসায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে।

অনেকে বলছেন, করোনা ভাইরাস যখন বৃদ্ধি পাচ্ছে, তখন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের ঐকমত্যের ভিত্তিতে কাজ করা উচিত। কিন্তু তা না করে মাঝেমধ্যেই যে সমস্ত রাজ্যে বিজেপি বিরোধী সরকার রয়েছে, সেখানে রাজ্য বনাম কেন্দ্রের দ্বৈরথ লক্ষ্য করা যাচ্ছে।

আর এবার ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ফোন করার কথা বললেও যেভাবে তিনি কোনো কথা শুনেননি বলে অভিযোগ করলেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক্ষেত্রে ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সেখানকার করোনা পরিস্থিতির পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতিকে ব্যাপক উত্তপ্ত করে তুলল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!