এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কাকুরগাছিতে বিজেপি কর্মীর হত্যার তদন্তে নয়া মোড়, একের পর এক অভিযুক্ত এবার সিবিআইয়ের জালে

কাকুরগাছিতে বিজেপি কর্মীর হত্যার তদন্তে নয়া মোড়, একের পর এক অভিযুক্ত এবার সিবিআইয়ের জালে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত দোসরা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার রাতেই কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে হত্যা করা হয়। বিজেপির ট্রেড ইউনিয়নের নেতা ছিলেন অভিজিৎ সরকার। ৩০ বছর বয়স্ক অভিজিৎ সরকারকে পিটিয়ে খুন করা হয়। গলায় তার পেচিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয় তাকে। রেল লাইনের ধার থেকে পাওয়া যায় তার মৃতদেহ। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, পুলিশের সামনেই পিটিয়ে হত্যা করা হয়েছে অভিজিৎ সরকারকে। আর এই ঘটনায় সম্পূর্ণ অভিযুক্ত করা হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া পুলিশের বিরুদ্ধে বারবার নিষ্ক্রিয়তা, তাদের সঙ্গেও অসহযোগিতা করা, তদন্তকে বারবার রুদ্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার এসআই রত্না সরকারকে গ্রেফতারের দাবি করেছিলেন। এরপর এই ঘটনার তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। এরপর সিবিআই তলব করে এসআই রত্না সরকারকে। গতকাল সিবিআই এর তলবে উপস্থিত হয়েছিলেন রত্না সরকার।

এদিকে অভিজিৎ সরকারের হত্যাকান্ড এবার ১২ জন অভিযুক্তের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সিবিআই। সমস্ত অভিযুক্তদের বাড়িতে উপস্থিত হয়েছে সিবিআই। তাদের বাড়ি গিয়ে পরিবারের হাতে ধরিয়ে দেয়া হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। সিবিআইয়ের এই পদক্ষেপ প্রবল অস্বস্তি বাড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের, এমনটাই রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!