এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ” কাল মুখ্যমন্ত্রীর সভায় লোক হবে না” আগামীকাল মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভা সম্পর্কে কটাক্ষ দিলীপ ঘোষের।

” কাল মুখ্যমন্ত্রীর সভায় লোক হবে না” আগামীকাল মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভা সম্পর্কে কটাক্ষ দিলীপ ঘোষের।


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামীকাল ৭ ই ডিসেম্বর মেদিনীপুরে রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর তাঁর খাসতালুকে মুখ্যমন্ত্রীর জনসভাকে ঘিরে ব্যাপক প্রচার করেছে শাসক দল তৃণমূল। শাসকদল তৃণমূলের কাছে এই এই সভায় ব্যাপক লোকসমাগম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, শাসকদল তৃণমূলকে এটা প্রমাণ করতে হবে যে, মেদিনীপুর সুভেন্দু অধিকারী নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছে। এইজন্য প্রচারের কোন খামতি রাখা হয়নি। জমকালো প্রচার হয়েছে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে। মুখ্যমন্ত্রীর এই সভা সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কটাক্ষ করলেন যে, আগামীকালের মুখ্যমন্ত্রীর সভায় লোক হবে না।

আজ চায়ে পে চর্চার অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্য সরকারের প্রতি একাধিক কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যেখানে তিনি মুখ্যমন্ত্রীর আগামীকালের সভায় ভিড় হবে না বলে জানালেন। কিন্তু, আগামীকালের সভাটি শাসক দলের কাছে যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ। কারণ, দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ক্রমাগত বাড়ছে তার দলবদলের জল্পনা। আবার, দলের প্রতি ক্ষোভ প্রকাশ করতে শুরু করেছেন দলের একাধিক হেভিওয়েট নেতা। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর গড়ে রয়েছে মুখ্যমন্ত্রীর জনসভা। সভায় ব্যাপক লোকসমাগম যদি না হয়, তবে দলের যে মুখ পুড়বে তাতে কোন দ্বিমত নেই।

আবার, শুভেন্দু অধিকারীর মত এত ব্যাপক সংখ্যায় অনুগামী তৃণমূলের অন্য কোন নেতার আছে কিনা সন্দেহ। জেলায় জেলায় ছড়িয়ে আছেন শুভেন্দু অধিকারীর অনুগামীরা। জায়গায় জায়গায় তাঁর নামে পোস্টার, ফ্লেক্স দিচ্ছেন তার অনুগামীরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর জনসভা যথেষ্ট গুরুত্বপূর্ণ। পূর্ব ও পশ্চিম দুই মেদিনীপুর জুড়েই তাঁর প্রচন্ড প্রভাব। তিনি নিজেকে বারবার অবিভক্ত মেদিনীপুরের ভূমিপুত্র হিসেবে পরিচয় দিয়েছেন। বারবার দলহীন জনসংযোগ চালিয়েছেন তিনি।

আপনার মতামত জানান -

এই পরিস্থিতিতে দল শুভেন্দু অধিকারীর সঙ্গে নেই, আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার প্রমাণ দিতেই আগামীকাল মুখ্যমন্ত্রীর জনসভাতে ব্যাপক জনসমাগম যথেষ্ট জরুরী। কিন্তু এই পরিস্থিতিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছেন যে, এই সভাতে লোক হবে না।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরো জানিয়েছেন যে, মেদিনীপুরে প্রধানমন্ত্রী যখন জনসভা করেছিলেন, তখন সেখানে ব্যাপক লোকসমাগম ঘটেছিল। মানুষের ভীড়ে ভেঙে গিয়েছিল প্যান্ডেল। আগামী কালের মুখ্যমন্ত্রীর সভা সম্পর্কে তিনি জানালেন যে, তিনি শুনেছেন মুখ্যমন্ত্রী সভা করতে মেদিনীপুর আসছেন। তাকে স্বাগত জানালেন তিনি। যেখানে হেলিকপ্টার নামবে, সেখানেই সভা করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু এই সভাতে লোক আসবে না। তৃণমূল যদি চায়, তবে বিজেপির লোক পাঠাতে পারে।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, মুখ্যমন্ত্রীর সভায় যদি লোক না হয়, তবে সেটা দেখতে ভালো লাগে না। তাই তৃণমূল চাইলে তারা লোক পাঠাতে রাজি আছেন। তিনি জানালেন যে, সাংবাদিকরা যখন এসে দেখবেন মুখ্যমন্ত্রীর সভায় লোকজন হয়নি, তা দেখতে ভালো লাগবে না। সাংবাদিকরা তা দেখে খবর করবেন। তাই লোক পাঠানোর সহযোগিতা করতে রাজি আছে বিজেপি। এভাবে, মুখ্যমন্ত্রীর জনসভা সম্পর্কে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আরো জানালেন যে, শাসক দল তৃণমূলের কিভাবে দাঁত ভাঙতে হয় তা তিনি জানেন। গতকাল বিজেপির আর নয় অন্যায় কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে বিজেপি কর্মীদের ওপর তৃণমূল দুষ্কৃতীদের হামলার অভিযোগ প্রসঙ্গে রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি। আবার আজকে রয়েছে শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠক। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, শুভেন্দু অধিকারী যে বক্তব্য রাখবেন তিনি তা শুনবেন। এভাবে মুখ্যমন্ত্রীর আগামীকালের জনসভা নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!