এখন পড়ছেন
হোম > রাজ্য > কাল থেকে বন্ধ সব লোকাল ট্রেন, অর্ধেক হচ্ছে বাস-মেট্রো, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কাল থেকে বন্ধ সব লোকাল ট্রেন, অর্ধেক হচ্ছে বাস-মেট্রো, ঘোষণা মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই দলের নেতা-কর্মীদের বিজয় উৎসব করতে বারণ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফল প্রকাশের দিন কালীঘাটের বাড়ি থেকে তিনি জানিয়ে দিয়েছিলেন, সরকারে আসার পর তার প্রথম কাজ হবে করোনা ভাইরাস মোকাবিলা করা। নির্বাচনের সময় বাংলায় হু হু করে এই করোনা ভাইরাস বাড়তে শুরু করেছিল। ভারতবর্ষে ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে বাংলাতেও তা ভয়াবহ আকার ধারণ করে।

আর এই পরিস্থিতিতে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই নবান্নে করোনা ভাইরাস মোকাবিলার জন্য গুরুত্বপূর্ণ বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেশকিছু সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি। যেখানে আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজ্যের সমস্ত লোকাল ট্রেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও রাজ্য পরিবহনের বাস এবং মেট্রো অর্ধেক চালানো হবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই তিনি জানিয়ে দেন, এখন নবান্নে গিয়ে করোনা ভাইরাস মোকাবিলায় তিনি বৈঠক করবেন। সেই মত করে বেলা 12:30 থেকে প্রশাসনিক কর্তাদের নিয়ে করোনা ভাইরাস মোকাবিলার জন্য বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানিয়ে দেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে। সংখ্যায় অর্ধেক হবে রাজ্য পরিবহনের বাস এবং মেট্রো।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এই করোনাভাইরাস মোকাবেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ নির্বাচনী প্রচারে বারবার বাংলায় করোনাভাইরাস বাড়ছে বলে কমিশনের নির্বাচন করার সিদ্ধান্ত কে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেত্রী। এমনকি বাইরের রাজ্য থেকে বিজেপির হেভিওয়েট নেতারা রাজ্যে প্রচার করতে এসে করোনা ভাইরাস ছড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করতে দেখা গিয়েছিল তাকে। আর তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরই করোনা ভাইরাস আটকানো যে তার প্রধান কাজ, তা জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই মত করেই মুখ্যমন্ত্রী হওয়ার পর নবান্নের বৈঠক করে পরিবহন ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে দেখা গেল তাকে। তবে বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আটকাতে এই ধরনের কড়া সিদ্ধান্ত যদি না নেওয়া হত, তাহলে তা আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলেই মনে করছেন একাংশ। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!