এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কালি পুজোতে ও সরকারি অনুদান চেয়ে প্রশাসনিক কর্তাদের সামনেই জোরদার দাবি তুলল কালীপুজো কমিটির কর্তারা

কালি পুজোতে ও সরকারি অনুদান চেয়ে প্রশাসনিক কর্তাদের সামনেই জোরদার দাবি তুলল কালীপুজো কমিটির কর্তারা


দুর্গাপুজোতে ক্লাব উদ্যোক্তাদের খুশী করে সরকারি অনুদান এবং বিদ্যুতের বিলে ছাড় দেওয়া হয়েছিল। কিন্তু এবার কালি পুজোতে ও যাতে সেই ছাড় দেওয়া হয়, তার জোরালো দাবি উঠতে দেখা গেল। সূত্রের খবর, আগামী কালীপূজা উপলক্ষে সোমবার কলকাতা পুলিশের পক্ষ থেকে কলামন্দিরে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে পুলিশের পক্ষ থেকে ভাসানে শব্দবাজি নিষেধাজ্ঞা সহ একাধিক ব্যাপারে জানানো হয়।

জানা যায়, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা সহ অন্যান্য আইপিএস কর্তা এবং সিইএসসির পদস্থ ইঞ্জিনিয়াররা। সেখানেই শব্দবাজি সম্পর্কে পুলিশের পক্ষ থেকে নানা বিধিনিষেধের কথা বলার পরই ক্লাব কর্তৃপক্ষদের বলার সুযোগ এলে তারা প্রশাসনের কাছে এক আবদার করে বসেন।

সূত্রের খবর, এদিন বক্তব্য রাখতে উঠে আমহার্ট স্ট্রিপে নবযুবক সংঘের পক্ষ থেকে জানানো হয়, “দুর্গাপুজোয় প্রতিটি কমিটিকে সরকারি অনুদান দেওয়া হয়। বিদ্যুতের বিলেও তারা ছাড় পায়। তাহলে কালীপুজোটা কি পুজো নয়! শারদীয়ার মত দীপাবলিও বাঙালির উৎসব। আমরা পুলিশ কমিশনারের মাধ্যমে এই দাবি রাজ্য সরকারের কাছে পৌছে দিতে চাই।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কথায় আছে, শক্ত ব্যাপারে বিড়ালের গলায় কেউ একটা ঘণ্টা বাধলেই সবাই সেই ব্যাপারে সমর্থন জানাতে থাকে। এদিনও তাই হল। একটি ক্লাব পুলিশ-প্রশাসনের কাছে এই দাবি করতে না করতেই উপস্থিত এই বৈঠকে অন্যান্য ক্লাব কর্তারা সেই দাবিতে সহমত জানিয়ে বক্তব্য রাখতে শুরু করেন।পাথুরিয়াঘাটা পুজো কমিটি এবং কালীঘাট গরমিল সংঘের পক্ষ থেকে বলা হয়, “দুর্গাপুজোর পর কালীপূজো আসায় আমাদের স্পন্সরশিপ অনেক কমে যায়। আমরা বিজ্ঞাপন পাই না। তাই কালীপুজোয় সরকারি অনুদানের ব্যাপারে আমরা সহমত প্রকাশ করছি। পাশাপাশি আমাদের পুজোয় বিদ্যুতের বিল ছাড় দেওয়া হোক।”

ফোরাম ফর দুর্গাপুজোর মত ফোরাম ফর কালীপুজো তৈরি করা হলে সমন্বয়ে আরও ভালো হবে বলে জানান তারা। এদিকে এদিন দূষণের ব্যাপারেও মুখ খুলতে দেখা যায় একাধিক ক্লাবকে। ওয়াটগঞ্জ সন্ধানীড় ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়, “কালীপুজোর দূষণ হয় বলে চেঁচামেচি করা হয়। তাহলে কি বছরের অন্যান্য দিনগুলোতে দূষন ছড়ায় না।”

কিন্তু কালীপূজার প্রস্তুতি নিয়ে এদিন কলকাতা পুলিশের পক্ষ থেকে এই সমন্বয় বৈঠক করা হলেও ক্লাব কর্তৃপক্ষের তরফে যেভাবে দুর্গাপুজোর মত কালীপুজোতে বিদ্যুতের বিল ছাড় দেওয়া এবং অনুদান দেওয়া নিয়ে দাবি তোলা হয়েছে, তাতে এখন ক্লাব কর্তৃপক্ষের সেই দাবি আদৌ কতটা মান্যতা পায়, সেদিকে নজর রয়েছে সকলের। আর যদি দুর্গাপুজোর মত কালীপুজোয় যুক্ত থাকা ক্লাব কর্তৃপক্ষ গুলোর এই আবেদন প্রশাসন এবং সরকার না মানে, তাহলে বৈষম্য আরও প্রকট হতে পারে বলে মনে করছেন একাংশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!