এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কালিয়াগঞ্জ উপনির্বাচন: কোন পথে বাজিমাত? কি ভাবছে প্রধান তিন দল?

কালিয়াগঞ্জ উপনির্বাচন: কোন পথে বাজিমাত? কি ভাবছে প্রধান তিন দল?


 

লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলই তাদের অবস্থা প্রত্যক্ষ করে নিয়েছে। তবে সকলেই একটা সুযোগ খুঁজছিলেন, যাতে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের আগে নিজেদের অবস্থা আরও একবার যাচাই করে নেওয়া যায়। সেইমতো তাদের কাছে সেই সুযোগও চলে এল।

জানা গেছে, আগামী 25 নভেম্বর রাজ্যের 3 কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন। যার মধ্যে রয়েছে, করিমপুর খড়গপুর এবং কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র। আর উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দল কিভাবে বাজিমাত করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বস্তুত, এতদিন এই কেন্দ্রের বিধায়ক ছিলেন কংগ্রেসের প্রমথনাথ রায়। কিন্তু তিনি মারা যাওয়ার কারণেই এখানে বিধানসভা উপনির্বাচন হচ্ছে। আর নির্বাচনের দিন ঘোষণার পরই কংগ্রেস এখানে প্রার্থী করেছে, সেই প্রয়াত বিধায়কের মেয়ে ধীতশ্রী রায়কে। রাজ্য স্তরের সিদ্ধান্ত মতো বামফ্রন্ট এখানে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করছে।

কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে এখন বাবার দখলে থাকা আসন মেয়ে ধরে রাখতে পারবে কিনা, তার দিকে নজর রয়েছে বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই নিজের প্রচার শুরু করে দিয়েছেন বাম-কংগ্রেস জোট প্রার্থী ধীতশ্রী রায়। নির্বাচনে জিততে তার মূল ইস্যু কি!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “বাবা এলাকার বিধায়ক হওয়ার পর তাঁর উদ্যোগে বিচ্ছিন্ন রাধিকাপুর টাঙ্গন নদীর ওপর সেতু হয়েছে। তার স্বপ্ন ছিল, কালিয়াগঞ্জ একটি মহিলা মহাবিদ্যালয় গড়ে তোলার। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি বিধানসভা এলাকার মানুষের পাশে ছিলেন। এলাকায় বহু রাস্তার হাল খারাপ হয়ে গিয়েছে। সুযোগ পেলে মানুষের সমস্যা সমাধানের কাজ করব। তৃণমূলের সরকার এখানে কোনো উন্নয়ন করেনি।”

তবে কংগ্রেসের তরফে প্রার্থী হয়ে প্রয়াত বিধায়কের মেয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও পাল্টা তৃণমূল এই কেন্দ্রে তাদের বিধায়ক না থাকায় কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ জানাতে শুরু করেছে। ইতিমধ্যেই দলীয় প্রার্থী তপন দেব সিংহকে নিয়ে জোর প্রচারে নেমে পড়েছেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল।

এদিন তিনি বলেন, “কালিয়াগঞ্জে নানা সমস্যা রয়েছে। আমাদের প্রার্থী সুযোগ পেলে এখানে বাস্তব উন্নয়ন হবে। আমরা মানুষের কাছে একথাই বলছি।” এদিকে তৃণমূল এবং কংগ্রেস এই দুই দলের প্রচারে টেক্কা দিতে গতকালই প্রার্থী ঘোষণা করে দিয়েছে গেরুয়া শিবির। জানা গেছে, এখানে তাদের প্রার্থী কমল সরকার।

জয়ের ব্যাপারে তারা ঠিক কতটা আশাবাদী! এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “কালিয়াগঞ্জ বিধানসভা এলাকায় রাস্তা, পানীয় জল, নিকাশি কোনো পরিষেবাই মানুষের কাছে পৌঁছয়নি। উন্নয়নের স্বার্থে এবার আমাদের প্রার্থী কমল সরকারকে লোকসভা ভোটের চাইতেও বেশি ভোটে জয়ী করবেন। আমরা স্থানীয় সমস্যাকে নির্বাচনী ইস্যু করে প্রচার চালাচ্ছি।”

তবে প্রধান তিন রাজনৈতিক দল নিজেদের স্বপক্ষে কথা বলে উন্নয়নকে শিখণ্ডী করে ভোটে লড়ার বার্তা দিতে চাইলেও দক্ষিণপন্থীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কালিয়াগঞ্জে কে শেষ হাসি হাসে, এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!