লোকসভায় পিছিয়ে থাকলেও একাধিক স্থানীয় নির্বাচনে জয়, কালিয়াগঞ্জ নিয়ে আত্মবিশ্বাসী করছে তৃণমূলকে উত্তরবঙ্গ কলকাতা রাজ্য October 31, 2019 সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে একটি আসনও নিজেদের দখলে রাখতে পারেনি ঘাসফুল শিবির। দক্ষিণপন্থীদের ঘাঁটি হিসেবে পরিচিত রায়গঞ্জে হাত বা ঘাসফুল ফোটা তো দূর অস্ত, বরঞ্চ সেখানে ফুটে গিয়েছে পদ্মফুল। আর জেলায় একটি লোকসভা কেন্দ্র দখল করতে না পেরে এই ফলাফলের পরই উত্তর দিনাজপুর জেলার সংগঠনে পরিবর্তন আনেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমল আচার্যকে সরিয়ে জেলা তৃণমূলের সভাপতি করা হয় কানাইয়ালাল আগরওয়ালকে। যার পরেই সংগঠনকে জোরদার করতে নানা পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় জেলা তৃণমূলের সভাপতিকে। কিন্তু সামনেই কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। যে উপনির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে সমস্ত রাজনৈতিক দল। তৃণমূল, বিজেপি বা কংগ্রেস প্রত্যেকেরই টার্গেট, এই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি দখল করা। তবে তৃণমূল এই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি দখল করতে বাড়তি আশা দেখতে শুরু করেছে। কেননা লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে স্থানীয় বেশ কয়েকটি নির্বাচনে তারা জয়লাভ করায় সামনের নির্বাচনে তারা ভালো ফল করবে বলে দাবি শাসকদলের। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - জানা গেছে, লোকসভা ভোটের পরবর্তী সময়ে কিছুদিন আগে উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি এবং বিন্দোল হাইমাদ্রাসার পরিচালন কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে তৃণমূল তাদের ক্ষমতা দখলে রেখেছে। যা তাদের এই বিধানসভা উপনির্বাচনের আগে বাড়তি অক্সিজেন নিচ্ছে। এদিন এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “আমরা পরবর্তী বিধানসভা নির্বাচনেও ভালো ফল করব। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দেবেন।” তবে তৃণমূল তাদের এই সাফল্যের কথা তুলে ধরে সামনের বিধানসভা উপনির্বাচনে ভালো ফল করার দাবি করলেও তাতে গুরুত্ব দিতে নারাজ বিরোধীরা। এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “তৃণমূল আইনজীবী থেকে অভিভাবকদের নানা ধরনের টোপ দিয়ে নিজেদের পক্ষে ভোট করিয়েছে। বিধানসভা নির্বাচনে মানুষ ওদের ছুঁড়ে ফেলে দেবে। তৃণমূলের নানা স্বজনপোষণের বিরুদ্ধে আগামী দিনে মানুষ ওদের উপযুক্ত জবাব দেবে।” একইভাবে এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নির্মল দাম বলেন, “বার অ্যাসোসিয়েশনে আগে আমাদের কোনো প্রতিনিধি ছিল না। এবার দুজন প্রার্থী জয়ী হয়েছেন। মাদ্রাসা নির্বাচনে আমাদের পক্ষে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোট দিয়েছেন। উত্তরদিনাজপুর বিন্দোল হাইমাদ্রাসা নির্বাচনের ফলাফল দেখে মানুষ বিধানসভা ও লোকসভা ভোট দেবেন না। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফল করবে।” তবে মাদ্রাসা ও বার অ্যাসোসিয়েশনের নির্বাচন দেখে তৃণমূল কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভালো করার দাবি করলেও তৃণমূলের আশা পূর্ণ হয়, নাকি বিরোধীরাই শেষ হাসি হাসে, এখন সেদিকেই তাকিয়ে সকলে। আপনার মতামত জানান -