এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কালিয়াগঞ্জে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ! মনোনয়নেই শক্তি প্রদর্শন তৃণমূল-বিজেপির

কালিয়াগঞ্জে ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ! মনোনয়নেই শক্তি প্রদর্শন তৃণমূল-বিজেপির

 

বর্তমানে তিন বিধানসভার উপনির্বাচন নিয়ে সরগরম গোটা পশ্চিমবাংলা। করিমপুর এবং খড়গপুর বিধানসভা কেন্দ্র হেভিওয়েট কেন্দ্র বলে দাবি রাজনৈতিক মহলের। কিন্তু কালের নিয়মে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রস্তুতি পর্ব যে দিকে এগোচ্ছে, তাকে খুব একটা হালকা চোখে দেখতে নারাজ বিশেষজ্ঞমহল।

বস্তুত, 2016 র বিধানসভা নির্বাচনে এই কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক হয়েছিলেন কংগ্রেসের প্রমথনাথ রায়। কিন্তু তিনি মারা যাওয়ার কারণে এই কেন্দ্রে এবার বিধানসভা উপনির্বাচন হচ্ছে। যেখানে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে সেই প্রয়াত বিধায়কের মেয়ে ধীতশ্রী রায়কে। তবে কংগ্রেসের দখলে এই কেন্দ্র থাকলেও তৃণমূল-বিজেপি যেভাবে এই কেন্দ্রে লড়াই দিতে শুরু করেছে, তাতে এখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে বলে দাবি বিশেষজ্ঞদের।

সূত্রের খবর, বুধবার তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ এবং বিজেপি প্রার্থী কমল সরকার মনোনয়নপত্র জমা দেন। আর দুই দলই তাদের এই মনোনয়নপত্র পেশের সময় ব্যাপক জনসমাগম করে একে অপরের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন। এদিন তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র পেশের আগে সকালে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারের নাটমন্দিরে এসে প্রচুর তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা জমায়েত হতে শুরু করেন। আর এরপরই সুবিশাল মিছিল বের হয়ে হাসপাতাল রোড, বিবেকানন্দ মোড়, এনএস রোড, সুকান্ত মন্দিরের সামনে এসে ডাকবাংলো হয়ে নাটমন্দিরে সেই মিছিল শেষ হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরবর্তীতে বয়রা কালী মন্দিরে পূজা দেন তৃণমূল প্রার্থী। আর এরপরই রায়গঞ্জের কর্ণজোরায় মনোনয়নপত্র জমা দিতে আসেন তিনি। একইভাবে জেলার প্রশাসনিক ভবনের সামনের দিক দিয়ে প্রায় হাজার খানেক নেতাকর্মী সমর্থক নিয়ে বিজেপি প্রার্থী কমল সরকারকে সাথে করে মনোনয়নপত্র জমা দিতে যান বিজেপির অজস্র নেতাকর্মীরা। এদিন এই বিজেপির মনোনয়নপত্র পেশ পর্বে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, রথীন্দ্রনাথ বসু সহ অন্যান্যরা। ঢাক বাজিয়ে, মহিলাদের উলুধ্বনি, শঙ্খধ্বনির মধ্য দিয়ে হুডখোলা গাড়িতে করে এগিয়ে যান বিজেপি প্রার্থী।

বিশেষজ্ঞরা বলছেন, যেভাবে মনোনয়নপত্র পেশ পর্বেই যেভাবে তৃণমূল এবং বিজেপি একে অপরকে নিজেদের শক্তি দেখাতে শুরু করল, তাতে এখানকার নির্বাচন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসবে, তা নিশ্চিত করে বলতে পারবেন না কেউই। জয়ের ব্যাপারে তারা কতটা আশাবাদী! এদিন এই প্রসঙ্গে রাজ্য তৃণমূলের সম্পাদক অসীম ঘোষ বলেন, “গত লোকসভা নির্বাচনে আমরা এত মানুষের সারা পাইনি। এবারে কালিয়াগঞ্জের মানুষ দলের প্রার্থীকে জেতাতে মিছিলে পা মিলিয়েছেন।” কিন্তু তার প্রতিদ্বন্দ্বী কে!

এদিন এই ব্যাপারে কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকার বলেন, “নির্বাচনটাকে মানুষ উৎসবের আনন্দে উপভোগ করেন। তাই সবার মিছিলেই মানুষ যাবেন, এটাই স্বাভাবিক। আমি কাউকে নিকটতম প্রতিদ্বন্দ্বি দেখছি না।” তবে বিজেপি প্রার্থী যে কথাই বলুন না কেন, শেষ পর্যন্ত ভোটবাক্স খোলার পর কে কার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়, তার জন্যই অপেক্ষা করছেন সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!