এখন পড়ছেন
হোম > রাজ্য > কালিয়াগঞ্জ উপনির্বাচনে “গায়েব” হেভিওয়েট তৃণমূল নেতা, বসে গেছেন অনুগামীরাও! বাড়ছে জল্পনা

কালিয়াগঞ্জ উপনির্বাচনে “গায়েব” হেভিওয়েট তৃণমূল নেতা, বসে গেছেন অনুগামীরাও! বাড়ছে জল্পনা

 

উত্তর দিনাজপুর জেলায় তিনিই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি। কিন্তু লোকসভা নির্বাচনের পর জেলা সভাপতির পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরই অপ্রাসঙ্গিক হতে শুরু করেন তিনি। তিনি আর কেউ নন, ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য। জেলার প্রায় প্রতিটি নির্বাচনেই তাকে মুখ্য ভূমিকা পালন করতে দেখা যেত।

দলীয় প্রার্থীদের জয়ের লাভ করানোর জন্য প্রবল পরিশ্রম করতেও দেখা যেত তাঁকে। কিন্তু এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে সেইভাবে ময়দানে নামতেই দেখা গেল না অমল আচার্যকে। যা নিয়ে বিভিন্ন মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন।

বস্তুত, হাতে আর কিছুদিন বাকি। তারপরেই কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। যেখানে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তপন দেব সিংহ। ইতিমধ্যেই তপনবাবুকে জয়লাভ করানোর জন্য জেলা তৃণমূলের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানীকে মাঠে নামতে দেখা যাচ্ছে। কিন্তু ময়দানে নেই জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি তথা ইটাহারের তৃণমূল বিধায়ক অমল আচার্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু প্রচারে না থাকাই নয়, বিতর্ক তৈরি হয়েছে তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার দিন তাঁর অনুপস্থিতিকে কেন্দ্র করেও। কেন জেলার প্রাক্তন সভাপতি কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনের দলীয় প্রার্থীর মনোনয়নপত্র পেশের সময় উপস্থিত থাকলেন না! তাহলে কি ধীরে ধীরে দলে অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন তিনি! এদিন এই ব্যাপারে প্রার্থী তপন দেব সিংহ বলেন, “এই বিষয়ে নেতৃত্বই বলতে পারবে।”

অন্যদিকে এই ব্যাপারে নিজের অনুপস্থিতি প্রসঙ্গ অমল আচার্য বলেন, “উপনির্বাচন নিয়ে দলের তরফে এখনও কিছু দায়িত্ব আসেনি। দায়িত্ব এলে পালন করব। দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার আগের দিন রাত সাড়ে দশটার সময় জেলা সভাপতি ফোন করে আমাকে মনোনয়নের সময় থাকতে বলেছিলেন। কিন্তু সেই সময় আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম, ট্রেনে ছিলাম। আগে থেকে এই কর্মসূচি জানা থাকলে সেখানে থাকতে পারতাম।”

প্রাক্তন জেলা সভাপতি হিসেবে তাকে কেন জানাননি বর্তমান জেলা সভাপতি! এদিন এই প্রসঙ্গে কানাইলাল আগরওয়াল বলেন, “অমলবাবু অবশ্যই প্রচারে থাকবেন।” কিন্তু কবে থাকবেন তিনি প্রচারে! এখন তা নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রাক্তন জেলা সভাপতি অমল আচার্যের অনুপস্থিতি প্রবল জল্পনা বাড়িয়ে দিচ্ছে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!