এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উপনির্বাচনের ভোটগণনা LIVE: কালিয়াগঞ্জ – সপ্তম রাউন্ডের শেষে

উপনির্বাচনের ভোটগণনা LIVE: কালিয়াগঞ্জ – সপ্তম রাউন্ডের শেষে


কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে এই আসনে উপনির্বাচন হচ্ছে।

রাজনৈতিক মানচিত্র –
কালিয়াগঞ্জ পুরসভা, কালিয়াগঞ্জ ব্লক ও রায়গঞ্জ ব্লকের বরুয়া ও বীরঘাই গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এই বিধানসভা। এই আসনটি এসসি সংরক্ষিত।
বুথ সংখ্যা – ২৭০
পুরুষ ভোটার – ১,৩৯,৪৪৪
মহিলা ভোটার – ১,২৯,৩২৩
তৃতীয় লিঙ্গ – ৮
মোট ভোটার – ২,৬৮,৭৭৫

এই কেন্দ্রের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষরা –
তৃণমূল – তপনদেব সিংহ
বিজেপি – কমলচন্দ্র সরকার
কংগ্রেস – ধীতশ্রী রায় (বামফ্রন্ট সমর্থিত)

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোটগণনা –
মোট প্রদত্ত ভোট – ৮১.১১%
মোট ২৮ টি টেবিলে ১০ রাউন্ড গণনা হবে
ভোট গণনা শুরু সকাল ৮ টায়
মোট ৫ টি ভিভিপ্যাট মেলানো হবে
প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে
গণনাকেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা
প্রথম স্তরে ২০০ মিটারের শুরুতে থাকবে রাজ্য পুলিশ
দ্বিতীয় স্তরে ১০০ মিটারের মধ্যে থাকবেন রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীর অফিসাররা
এখানেই একজন ম্যাজিস্ট্রেট পর্যায়ের আধিকারিক গণনাকর্মীদের সচিত্র পরিচয় পত্র পরীক্ষা করবেন
এর নীচেই থাকবে মিডিয়া সেন্টার
তৃতীয় স্তরে গণনা কেন্দ্রের ভিতরে থাকছে কেন্দ্রীয় বাহিনী
রাজনৈতিক দলগুলির শিবির ২০০ মিটারের বাইরে
গণনাকর্মী এবং এজেন্ট ছাড়া কোনও ব্যাক্তি গণনাকেন্দ্রে ঢুকতে পারবেন না

প্রথম রাউন্ডের শেষে – বিজেপি তৃণমূলের থেকে ১,৬১৯ ভোটে এগিয়ে

দ্বিতীয় রাউন্ডের শেষে – বিজেপি তৃণমূলের থেকে ২,৬৩৫ ভোটে এগিয়ে

তৃতীয় রাউন্ডের শেষে – বিজেপি তৃণমূলের থেকে ১,৬১৯ ভোটে এগিয়ে

চতুর্থ রাউন্ডের শেষে – বিজেপি তৃণমূলের থেকে ৫,০১৩ ভোটে এগিয়ে

পঞ্চম রাউন্ডের শেষে – বিজেপি তৃণমূলের থেকে ৩,২৫৫ ভোটে এগিয়ে

ষষ্ঠ রাউন্ডের শেষে – বিজেপি তৃণমূলের থেকে ৮২৪ ভোটে এগিয়ে

সপ্তম রাউন্ডের শেষে – তৃণমূল বিজেপির থেকে ৩,২০০ ভোটে এগিয়ে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!