এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > প্রিয় বন্ধুর ওপিনিয়ন – জুলাই মাসের সমীক্ষা অনুযায়ী কি হতে পারে কালিয়াগঞ্জের ফলাফল?

প্রিয় বন্ধুর ওপিনিয়ন – জুলাই মাসের সমীক্ষা অনুযায়ী কি হতে পারে কালিয়াগঞ্জের ফলাফল?


বাংলায় আবার বেজে গেছে নির্বাচনের দামামা – আগামী ২৫ শে নভেম্বর বাংলার ৩ বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। প্রিয় বন্ধু মিডিয়ার তরফে গত জুলাই মাসে এক সমীক্ষা চালানো হয় গোটা বাংলা জুড়ে। সেই সমীক্ষা অনুযায়ী – এই তিন আসনের ফল কি ছিল, আরেকবার তা প্রকাশ করা হল। বলাই বাহুল্য, উপনির্বাচনের আগে ও দিন আমরা এই তিন আসনে আবার সমীক্ষা চালিয়ে – কি হতে পারে ফলাফল তা তুলে আনার চেষ্টা করব।

বিধিবদ্ধ সতর্কীকরণ – জুলাই মাসে করা এই সমীক্ষা কোনোমতেই নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে প্রচারিত নয়। সেই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন বাংলার মানুষ কি ভাবছেন তার একটা আভাস তুলে আনার প্রচেষ্টা মাত্র। সংশ্লিষ্ট সমীক্ষায় যে যে বিষয়গুলি রয়েছে –

১. সমীক্ষার কাল – ১ লা জুলাই থেকে ২১ শে জুলাই, ২০১৯
২. প্রতিটি বিধানসভাতেই আলাদা আলাদা করে এই সমীক্ষা চালানো হয়েছে
৩. প্রতিটি বিধানসভার অন্তত ৫-৭% বুথে এই সমীক্ষা করা হয়েছে
৪. যে বুথে এই সমীক্ষা করা হয়েছে তার অন্তত ২৫-৪০ জন ভোটারের সঙ্গে কথা বলা হয়েছে
৫. মোট ১.৫ লক্ষ মানুষের উপর এই সমীক্ষা করা হয়েছে
৬. বিভিন্ন দলবদল ও দলবদলের প্রবণতা এই সমীক্ষায় অন্যতম ‘কি-ফ্যাক্টর’ হিসাবে ধরা হয়েছে
৭. রাজ্যের প্রধান চার রাজনৈতিক দল পৃথক-পৃথক ভাবে লড়াই করছে, কোন জোট হচ্ছে না ধরে নিয়ে এই সমীক্ষা করা হয়েছে

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আমাদের করা সেই সমীক্ষা অনুযায়ী কালিয়াগঞ্জ বিধানসভার চিত্র হতে পারে নিম্নরূপ –

কালিয়াগঞ্জ (এসসি)
তৃণমূল – ২৫%
বিজেপি – ৫৪%
বামফ্রন্ট – ৯%
কংগ্রেস – ৮%
অন্যান্য – ৩%
নোটা – ১%

বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলকে ৫৫,০০০ – ৬০,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!