এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > কালিয়াগঞ্জ উপনির্বাচনে প্রার্থী কে? প্রস্তুতি শুরু করেই তীব্র জল্পনা তৃণমূলের অন্দরে

কালিয়াগঞ্জ উপনির্বাচনে প্রার্থী কে? প্রস্তুতি শুরু করেই তীব্র জল্পনা তৃণমূলের অন্দরে

কোনো একটি নির্বাচন অনুষ্ঠিত হলেই প্রায় সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা সেই নির্বাচনের দিকে চাতক পাখির মত চেয়ে থাকেন। প্রায় সমস্ত দলেরই প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিরা একবারটি সেই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ খোঁজেন। বর্তমানে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সেখানে তৃণমূলের প্রার্থী কে হবে, তা নিয়ে এখন তীব্র জল্পনা ছড়িয়ে পড়ল।

বস্তুত, কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন কালিয়াগঞ্জের কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়। তাই তার এই আসনটিতে এবার পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সেই নির্বাচনকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক দল নিজেদের মধ্যে প্রস্তুতি নিতে শুরু করলেও তৃণমূল এই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র দখল করতে থাকে প্রার্থী করবে, তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

সূত্রের খবর, রবিবার রায়গঞ্জ সার্কিট হাউসে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে কালিয়াগঞ্জ ব্লক এবং শহর নেতৃত্বকে নিয়ে একটি নির্বাচনী প্রস্তুতি বৈঠক করা হয়। আর সেখানেই এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী নিয়ে একাধিক নাম উঠে এসেছে বলে খবর পাওয়া গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, তৃণমূল যাকেই প্রার্থী করুক না কেন, একেই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র টি বরাবর কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেক্ষেত্রে এখানে তৃণমূল কোনো ভালো ফল না করায় এবার তাদের ভালো ফল করার একটা টার্গেট রয়েছে। কিন্তু সে ক্ষেত্রে যদি প্রার্থী নিয়ে দলের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়, তাহলে তৃণমূলের সেই জয়ের পথে প্রবল বাধা আসবে বলে দাবি একাংশের।

অন্যদিকে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা দখল করেছে বিজেপি। সেদিক থেকে বিজেপিও এই কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ঝাঁপিয়ে পড়বে বলে আশাবাদী বিভিন্ন মহল। কিন্তু প্রার্থী ঠিক করার ব্যাপারে রায়গঞ্জের সার্কিট হাউসে তৃণমূল নেতৃত্বের যে বৈঠক অনুষ্ঠিত হল, সেখানে কি ঠিক হল!

এদিন সেই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “উপনির্বাচনের জন্য প্রস্তুতি বৈঠক করা হয়েছে। তবে প্রার্থীদের নাম নিয়ে আলোচনা হয়নি। এখনও নির্বাচনের দিন ঠিক হয়নি, তাই এখনই প্রার্থী নিয়ে ভাবা হয়নি। সংগঠনকে মজবুত করার বিষয়ে আলোচনা হয়েছে। বুথ কমিটিগুলোকে শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। উপ-নির্বাচনে আমরা ভালো ফল করব।”

রাজনৈতিক মহল বলছে, এখানে এবার কংগ্রেসের তরফে প্রার্থী হয়েছেন প্রয়াত কংগ্রেস বিধায়ক প্রমথনাথ রায়ের মেয়ে ধৃতশ্রী রায়। ফলে তিনি তৃণমূলকে এখানে অনেকটাই টেক্কা দিতে পারেন। পাশাপাশি রয়েছে বিজেপিও। সব মিলিয়ে এখন শাসকদল কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তাদের দলীয় প্রার্থী হিসেবে কাকে দাঁড় করায়, সেদিকেই নজর সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!