এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘কালীঘাট লিমিটেডের দুজন ব্যক্তি ছাড়া আর কাউকে তৃণমূল কংগ্রেসের দেখতে পাবেন না।’ ফের বিস্ফোরক বিজেপি নেতা

‘কালীঘাট লিমিটেডের দুজন ব্যক্তি ছাড়া আর কাউকে তৃণমূল কংগ্রেসের দেখতে পাবেন না।’ ফের বিস্ফোরক বিজেপি নেতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দরজায় কড়া নাড়ছে আগামী বিধানসভা নির্বাচন। আগামী বিধানসভা নির্বাচনে দলের জনসংযোগ পাড়াতে ‘ চায় পে চর্চা ‘ অনুষ্ঠানের মত বিভিন্ন জনসংযোগ মূলক কর্মসূচিকে বেছে নিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এই অনুষ্ঠান থেকে শাসক দল তৃণমূলকে নিয়ে একাধিকবার ক্ষোভ, সমালোচনা করছেন রাজ্যের বিভিন্ন বিজেপি নেতারা। সম্প্রতি চায় পে চর্চায় যোগ দিয়ে তৃণমূলের বিরুদ্ধে একরাশ অভিযোগ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

সম্প্রতি পুরাতন মালদহের চৌরঙ্গী মোড় এলাকায় চায় পে চর্চা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সাংবাদিকদের সামনে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক তীব্র কটাক্ষ করলেন তিনি। তিনি জানালেন যে, কালীঘাট লিমিটেডের দুজন ছাড়া, আর কাউকে তৃণমূল দলে দেখতে পাওয়া যাবে না।

রাজ্যের শাসক দল তৃণমূলকে নিয়ে ব্যাপক ব্যঙ্গ ও কটাক্ষ করে বিজেপি নেতা সায়ন্তন বসু জানালেন যে, শাসকদল তৃণমূলে এখন চলছে মুসল পর্ব। এই মুসল পর্ব শেষ হলে, দেখতে পাওয়া যাবে ক্ষতবিক্ষত অবস্থায় বিভিন্ন মানুষ এদিকে, ওদিকে পড়ে আছেন। একমাত্র দুজন মানুষ থাকবেন তৃণমূল কংগ্রেসে যাদেরকে সুস্থ ও ভালো অবস্থায় দেখতে পাওয়া যাবে। বাকিরা সবাই ডুবন্ত জাহাজ ছেড়ে চলে যাবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চায় পে চর্চার অনুষ্ঠান থেকে সরাসরিভাবে মুখ্যমন্ত্রীর নাম উচ্চারণ না করেও বিজেপি নেতা সায়ন্তন বসু জানালেন যে, কালীঘাট প্রাইভেট লিমিটেডের অত্যাচার, স্বেচ্ছাচারিতা, শাড়ি পরা এক মহিলার হিটলারি শাসনের বিরুদ্ধে যারা লড়াই করতে চান, তাঁরা চলে আসবেন বিজেপিতে। বিজেপি তাঁদেরকে দলে স্বাগত জানাবে।

শাসক দলের বিরুদ্ধে তীব্র অভিযোগ করে তিনি জানালেন যে, উত্তরবঙ্গের ৪৫ লক্ষ যুবক বাইরে গিয়ে কাজ করতে বাধ্য হচ্ছেন। উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বঞ্চনার প্রতিবাদে ও উত্তরবঙ্গের যুবকদের চাকরির দাবি নিয়ে বিজেপির নবান্ন অভিযানের মতই উত্তরকন্যা অভিযান চালানো হবে। তিনি জানালেন যে, তৃণমূল কংগ্রেস যদি বলতে পারে যে ১০ বছরে তারা একটা শিল্প করতে পেরেছে। তাহলে তাঁরা তাঁদের জমায়েত তুলে নেবেন। এভাবেই শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু।

তাঁর বক্তব্যের জবাব দিল তৃণমূল। শাসকদল তৃণমূলের পক্ষ থেকে সায়ন্তন বসুর বক্তব্যকে পাগলের প্রলাপ বলে অভিহিত করা হলো। এ প্রসঙ্গে মালদহ জেলা তৃণমূল মুখপাত্র শুভময় বসু জানালেন যে, জনভিত্তি হীন এরকম নেতার বক্তব্য মানুষ কখনই গ্রহণ করবেন না। তাঁর কথায়, বিজেপি একটা অসভ্য কালচার আনার চেষ্টা চালাচ্ছে। যা বাঙ্গালীদের মনে বারবার আঘাত দিচ্ছে। এভাবে শীতের সকালে সরগরম হল রাজ্যের রাজনৈতিক মহল।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!