এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী করা নিয়ে মন্তব্য কল্যাণ ব্যানার্জির

প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রী করা নিয়ে মন্তব্য কল্যাণ ব্যানার্জির


দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে ভাবী প্রধানমন্ত্রী পদে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন অনেকেই। রাজনীতিতে পোড় খাওয়া এই অভিজ্ঞতাসম্পন্ন মানুষটি কেন্দ্রের ক্ষমতায় এলে দেশের অবস্থাই পাল্টে যেতো,একথায় ভরসা রেখেছেন অনেকেই। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলে ঐক্যমতের ভিত্তিতে প্রধানমন্ত্রী হতে পারেন প্রণব মুখোপাধ্যায়,এমন জল্পনা রাজনৈতিকমহলে ঘুরপাক খাচ্ছে বহুদিন ধরেই।

ঠিক লোকসভা ভোটের মুখে সেই জল্পনাকেই আরো একটু উস্কে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বললেন,”আমি ব্যক্তিগতভাবে মনে করি, ২০০৯ সালে প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী হলে নরেন্দ্র মোদি ২০১৪ সালে প্রধানমন্ত্রী হতে পারতেন না।”

পাশাপাশি আরো জানালেন,২০০৯ সালে মনমোহন সিংয়ের বদলে ইউপিএ সরকার প্রণব মুখার্জিকে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসালে কংগ্রেসের তো হাল ফিরতোই,তাছাড়া দেশটাও আরো সমৃদ্ধশালী হত। কংগ্রেস বুঝলেও অনেক দেরিতে বোঝে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। এ প্রসঙ্গে কল্যাণ বাবুকে প্রশ্ন করা হলে তিনি নিজের খুশি ব্যক্ত করে বলেন,প্রণব বাবুর মতো একজন মানুষকে ভারতরত্নে ভূষিত করার খবরে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত। প্রণব মুখার্জির প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি জানালেন,”ওঁর মতো শিক্ষিত, বাগ্মী মানুষ খুব কম পাওয়া যায়। আমার খুব কম দিন সুযোগ হয়েছিল ওঁর সঙ্গে কাজ করার। বিভিন্ন বিষয়ে ওঁর জ্ঞান দেখে আমি অবাক হয়ে গেছিলাম। মনে হয়েছিল আমরা সত্যি কিছু জানি না।”

এরপর তিনি প্রণব বাবুর আরো প্রশংসা করে জানালেন,তাঁর ধারণা ছিল ভারতের সংবিধান সবথেকে ভালো বুঝতেন অশোক সেন,ননী পালকিওয়ালা। কিন্তু প্রণব বাবুর একটি ভাষণ শুনে তাঁর সেই ধারণাই পাল্টে গিয়েছিল। এতো সুন্দর সংবিধানের কেউ বিশ্লেষণ করতে পারে তা প্রণব বাবু ভাষণ না শুনলে বোঝাই যেতো না।

সেদিন তিনি বুঝেছেন,শুধুমাত্র আইনজীবী হলেও সংবিধানকে ভালো বিশ্লেষণ করা যায় না। প্রণব বাবুকে দেখার পর সেটাই মনে হয়েছিল তাঁর। এরপর প্রণব বাবুকে প্রণাম জানিয়ে তাঁর দীর্ঘায়ু কামনা করলেন তৃণমূল সাংসদ। বললেন,”উনি যা দিতে পারেন, এখনও যদি তাঁকে ঠিকভাবে ব্যবহার করা হয় তবে ভারতবর্ষ আরও সমৃদ্ধ হবে।”

উল্লেখ্য,তৃণমূলের দলীয় নেতৃত্ব এবং সমর্থকরা কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভাবী প্রধানমন্ত্রী পদে দেখার স্বপক্ষে সওয়াল তুলেছেন। এই প্রেক্ষিতে একজন তৃণমূলের সাংসদ হয়ে কংগ্রেস নেতাকে প্রধানমন্ত্রী পদে দেখার ইচ্ছা প্রকাশ করায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নজর কাড়লেন সবার। কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বদলে প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী পদে দেখার ইচ্ছে প্রকাশ করলেন হঠাৎ? এই প্রশ্নকে কেন্দ্র করেই গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!