এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কামারহাটির পর এবার পানিহাটি, হেভিওয়েট তৃণমূল নেতার সামনেই তৃণমূল পাটি অফিসে ছোড়া হলো বোম

কামারহাটির পর এবার পানিহাটি, হেভিওয়েট তৃণমূল নেতার সামনেই তৃণমূল পাটি অফিসে ছোড়া হলো বোম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগে কামারহাটিতে তৃণমূলের পার্টি অফিসে গুলি, বোমাবাজি, তৃণমূল কর্মীদের মারধরের বিস্ফোরক অভিযোগ উঠেছিল বেশ কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এরপর গতকাল রাতে পানিহাটিতে তৃণমূল পার্টি অফিসের সামনে ফেলা হলো বোম। সেসময় এই পার্টি অফিসে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন পুরপিতা ও বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটর জয়ন্ত দাস। ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কর পরিবেশ তৈরি হয়।

গতকাল রাত পৌনে দশটার সময় পানিহাটির বিবিবাগানের তৃণমূল পাটি অফিসে প্রতিদিনের মতো দলীয় কর্মীদের সঙ্গে বসে আলোচনা করছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের কো-অডিনেটর ও এলাকার প্রাক্তন পুরপিতা জয়ন্ত দাস। এ সময় হঠাৎ তৃণমূল পার্টি অফিসের সামনে বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগ, বাইকে করে বেশ কিছু দুষ্কৃতী সেসময় তৃণমূল পার্টি অফিসের সামনে এসে পৌঁছায়, পাঁচটি বোমা ছোড়া হয়। তবে দুষ্কৃতীদের ধরা বা সনাক্ত করা সম্ভব হয়নি। দ্রুত স্থান ত্যাগ করে দুষ্কৃতীরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। দ্রুত খবর দেওয়া হয় পুলিশকে। এরপরে খড়দহ থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ প্রসঙ্গে তৃণমূল কর্মী দীপঙ্কর দাস জানিয়েছেন যে, সম্পূর্ণ পরিকল্পনা করে প্রাক্তন পুরপিতাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা বোমা ছুড়েছিল। এই সময়ে প্রতিদিন দলীয় কার্যালয়ে উপস্থিত থাকেন তিনি, যা সকলেই জানেন।

তবে, এই ঘটনার সঙ্গে কে? বা কারা যুক্ত? তা এখনও বলা যাচ্ছে না। এর আগেও তৃণমূল পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি হয়েছিল। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত আছে? তা এখনও স্পষ্ট করে জানতে পারেনি পুলিশ।
সম্প্রতি পানিহাটি, সোদপুর এলাকায় একাধিক বার বোমাবাজির ঘটনা ঘটেছে। তবে, প্রাক্তন পুরপিতার সামনে বোমাবাজির ঘটনা এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছে। যদিও বোমাবাজির কারণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গতকালের এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ঘটেছে বলে দাবি করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!