এখন পড়ছেন
হোম > জাতীয় > কম্বল দিয়েও ফিরিয়ে নিলেন মুখ্যমন্ত্রী, জোর বিতর্ক রাজ্যে

কম্বল দিয়েও ফিরিয়ে নিলেন মুখ্যমন্ত্রী, জোর বিতর্ক রাজ্যে


 

এবার চরম বিতর্কের মুখোমুখি হতে হল উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে। সাধারণ মানুষদের ঠান্ডা থেকে নিরসন দিতে শীতবস্ত্র দিয়েও তা ফিরিয়ে নেওয়ার অভিযোগ উঠল। জানা গেছে, গত 27 ডিসেম্বর হাড় কাঁপানো শীতে উত্তরপ্রদেশ কেমন আছে, তা দেখবার জন্য সরকারি হাসপাতালগুলোতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

আর সেখানেই পথবাসীদের দুরবস্থা দেখে তাদের কম্বল বিতরণ করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কিন্তু অভিযোগ, মুখ্যমন্ত্রী কম্বল বিতরণ করে চলে যাওয়ার পরেই কিছু ব্যক্তি সেই কম্বলগুলো ফেরত নিয়ে নেন। আর যে ঘটনায় এখন প্রবল বিতর্কে জড়িয়ে পড়েছে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। কেন এইভাবে সাধারণ মানুষদের কম্বল দিয়েও তা ফিরিয়ে নেওয়া হল! তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিভিন্ন মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধীদের একাংশ অভিযোগ করতে শুরু করেছে, আসলে উত্তরপ্রদেশের বিজেপি সরকার এটা লোক দেখানো কাজ করল। আর তাইতো সাধারণ মানুষকে দেওয়া কম্বল তারা ফেরত নিয়ে নিল। তবে মুখ্যমন্ত্রীর দেওয়া কম্বলগুলো কারা ফেরত নিল! তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে ধন্দ।

প্রশাসনিক আধিকারিকরা, নাকি এর পেছনে অন্য কোনো ব্যক্তির হাত রয়েছে সরকারের বদনাম করার জন্য! তবে যে যাই বলুন না কেন, আর যে জল্পনাই উঠুক না কেন, অথবা শীতের কম্বল বিতরণ করেও তা ফেরত নেওয়ায় এবার প্রবল অস্বস্তিতে উত্তরপ্রদেশের বিজেপি সরকার। এখন এই ব্যাপারে সরকার কোনো পদক্ষেপ নেয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!