এখন পড়ছেন
হোম > অন্যান্য > কঙ্গনা রানাওতের বিজেপি-যোগ আরও তীব্র হল, নতুন পদক্ষেপে সরগরম পুরো দেশ, জেনে নিন বিস্তারিত!

কঙ্গনা রানাওতের বিজেপি-যোগ আরও তীব্র হল, নতুন পদক্ষেপে সরগরম পুরো দেশ, জেনে নিন বিস্তারিত!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বহু বিতর্কিত কথা বলে কঙ্গনা রানাওয়াত খবরের শিরোনামে উঠে এসেছেন। সে সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার জন্য মুখ খুললেই হোক বা মুম্বাইয়ে শিবসেনার সরকারের বিরোধিতা করেই হোক। তবে সেই নিয়ে কিছুদিন আগে তাই বিজেপি সরকারের প্রতি তাঁর মনোভাব লক্ষ্য করে অনেকেই তাঁর বিজেপি যোগের অনুমানের কথা উল্লেখ করেন। তবে সেই সময় তিনি বলেছিলেন অভিনয় নিয়েই তিনি থাকতে চান। আর অভিনয় কেই যে তিনি ভালোবাসেন সেই কথাও বলেছিলেন। তাঁর মতে তাঁর পরিবার বহু বছর ধরে সক্রিয় কংগ্রেসের কার্যক্রমের সঙ্গে যুক্ত। তাই তিনি চাইলেই অনেক আগেই রাজনীতিতে আসতে পারতেন। কিন্তু আপাতত তাঁর সেই ইচ্ছা নেই বলেই জানিয়েছিলেন তিনি।

তবে এরই মধ্যে কিছুদিন আগে তিনি নতুন বিতর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানা যায়। একটি টুইটে তিনি লেখেন মুম্বই পুলিশের থেকে তিনি নিরপত্তা চান না। হয় হিমাচল প্রদেশ, নয় কেন্দ্রীয় সরকারের নিরপত্তায় মানালি থেকে মুম্বই ফিরতে চান তিনি। এই কথার পরই কঙ্গনার বিরুদ্ধে খেপে ওঠে শিব সেনা। সেই সঙ্গে মুম্বইকে বর্তমানে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন তিনি। আর এই কথার এরপরই প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হন অনেকে। তবে সম্প্রতি এই লড়াই কেন্দ্র সরকার বনাম শিব সেনা শাসিত মহারাষ্ট্রের সঙ্গে পাল্টে গিয়েছে। কারণ, এরপর কঙ্গনার জন্য কেন্দ্রীয় সরকারের ‘Y’ ক্যাটাগরি নিরাপত্তা ব্যবস্থা করার খবর পাওয়া যায়। সেই সঙ্গে টুইট করে অভিনেত্রী লেখেন যে, এই কাজই প্রমাণ করে যে কোনও ফ্যাসিবাদী শক্তি আর দেশভক্তের কণ্ঠ রোধ করে রাখতে পারবে না। তিনি অমিত শাহর প্রতি কৃতজ্ঞ। তিনি চাইলে অভিনেত্রীকে কিছুদিন পরও মুম্বই যাওয়ার পরামর্শ দিতে পারতেন, কিন্তু তিনি তাঁর মান রেখেছেন। মেয়েদের স্বাভিমান ও আত্মসম্মান রক্ষা করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর, শিব সেনা প্রশাসনের নজর যায় অভিনেত্রীর ‘অবৈধ’ বাংলো ও অফিসের দিকে। জানা যায়, অবৈধ কনস্ট্রাকশনের আখ্যা দিয়ে মহারাষ্ট্র সরকার তাঁর বাংলোর সামনে হাজির হয় সেটি ভেঙে ফেলার জন্য। এরপরই কঙ্গনার অফিস ভাঙার কাজ শুরু হয়। তাই তাতে নিষেধাজ্ঞা জারির আবেদন জানিয়ে অভিনেত্রী সত্বর বম্বে হাই কোর্টে নিজের আইনজীবীকে পাঠান। অভিনেত্রীর আরজির ভিত্তিতেই মামলার শুনানি শুরু হয়। আর তাতেই মামলার রায়ে BMC কে আপাতত কাজ বন্ধের নির্দেশ দেয় বম্বে হাই কোর্ট।

এর মধ্যে মুম্বাই ফেরার পর কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়ালে নাকি কঙ্গনা রানাউতের বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করে এসেছেন। আর সেই সঙ্গে তিনি অভিনেত্রীকে বিজেপিতে স্বাগত জানিয়েছেন বলেও শোনা গিয়েছে। এরপর অভিনেত্রীর মা সোশাল মিডিয়ায় জানান যে, গোটা দেশবাসীর আশীর্বাদ তাঁর মেয়ের সঙ্গে রয়েছে। মা হিসেবে তিনি গর্বিত যে তাঁর মেয়ে সবসময়ে সত্যের হয়ে লড়ে এসেছে এবং এখনও লড়ে যাচ্ছে। তাঁর কোনও দিনই বিজেপিপন্থী ছিলেননা। অভিনেত্রীর দাদু একটা সময়ে কংগ্রেসের একজন সক্রিয় সদস্য ছিলেন। এটা জানা সত্ত্বেও বিজেপির থেকে তাঁরা যথেষ্ট সমর্থন এবং সাহায্য পেতেছেন। তাই এবার থেকে মোদি জি তথা বিজেপিকেই সমর্থন করবেন তিনি। তবে শোনা গেছে অভিনেত্রীর মা নাকি বিজেপি তে যোগ দিয়েছেন। আর তাই এবার মেয়েও মায়ের পথে চলে কিনা সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!