এখন পড়ছেন
হোম > অন্যান্য > নিয়মবিধি ভাঙায় কঙ্গনার বিরুদ্ধে এবার পদক্ষেপ নিল টুইটার। কিন্তু কেন? জানুন বিস্তারিত

নিয়মবিধি ভাঙায় কঙ্গনার বিরুদ্ধে এবার পদক্ষেপ নিল টুইটার। কিন্তু কেন? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –

কন্ট্রোভার্শি যেখানে থাকবে সেখানে কঙ্গনা রানাওয়াতের নাম থাকবে না, সেটা বলাই বাহুল্য। বিভিন্ন বিষয়ে মুখ খুলে বিভিন্ন সময়ে তিনি বিতর্কের সৃষ্টি করেছেন। কিছুদিন আগেও টুইটারের নিময় লঙ্ঘন করায়, তাঁর সোশ্যাল অ্যাকাউন্টে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেখানে আবারও কৃষক আন্দোলন নিয়ে মুখ খুলেছেন তিনি। ফলে বিতর্ক সৃষ্টি হওয়াটা স্বাভাবিক।

আর সেখানেই এবার অভিনেত্রীর বেশ কিছু বিতর্কিত টুইট মুছে দেওয়া হয়েছে বলেই জানা গেছে। কিন্তু আসল ঘটনাটা কি? বস্তুত, কৃষক আন্দোলন নিয়ে বিশ্ব জুড়েই নানা তর্ক বিতর্কের শুরু হয়েছে। সেখানে অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত মনোভাবও ব্যক্ত করেছেন। সেখানে কিছুদিন আগে এই ঘটনার প্রতিবাদ করে কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুলেছিলেন ক্রিকেটার রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, মানুষ যখনই একজোট হয়েছে, তখনই ভারত আরও শক্তিশালী হয়ে উঠেছে।

তাই তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে জরুরি হল এই সমস্যার সমধান করা। কারণ তাঁর মতে, কৃষকরাই এই দেশ তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর তাই তিনি আশা রাখছেন যে এই সমস্যা সমাধানে সকলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর সেখানে এই টুইটটির রিটুইট করে কঙ্গনা রানাওয়াত বিতর্কিত মন্তব্য করেন। তিনি জানান, প্রত্যেক ক্রিকেটারই কেন ধোবি কা কুত্তার মতো কথা বলছে? কেন কৃষকরা সেই আইনের বিরোধিতা করবে যেটা তাঁদের সার্বিক উন্নয়নের কথা মাথায় রেখে ভাবা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কৃষকদের তিনি সন্ত্রাসবাদী, হামলাকারী বলে ব্যাখ্যা করেছেন। শুধু তাই নয়, গতকাল থেকেই টুইটারে আন্তর্জাতিক পপতারকা রিহানাকে কটাক্ষ করতেও তিনি ছাড়েননি। তাঁকে ‘সন্ত্রাসবাদীদের বন্ধু’, পর্ন গায়িকা বলেও কটূক্তি করতে দেখা যায় তাঁকে। অন্যদিকে, সামজকর্মী গ্রেটা থুনবার্গকেও ‘ইঁদুর’ বলেও কটাক্ষ করেন তিনি। আর এরপরই ঘৃণা ছড়ানোর অভিযোগে তাঁর টুইটগুলি টুইটার কর্তৃপক্ষের তরফে ডিলিট করা হয়েছে।

বস্তুত, এই ঘটনার পর আর্ন্তজাতিক স্তরে ভারতের মুখ পুড়েছে। সেখানে ঘটনার পর বিদেশমন্ত্রক অস্বস্তিতে পড়েন, সেকথা বলাই বাহুল্য। এরপরই কেন্দ্রের তরফে বিবৃতি জারি করে বলা হয় যে, সংবেদনশীল বিষয় নিয়ে সেলেব্রিটিদের মন্তব্য করবার আগে ঘটনা সম্পর্কিত সমস্ত দিক বিবেচনা করে দেখা উচিত। আর আজ সকালে তাই অভিনেত্রীর কৃষিবিল বিরোধী আন্দোলন সংক্রান্ত দুটি টুইটই মুছে দেওয়া হয়েছে বলেই জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!