এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে কে হচ্ছেন প্রার্থী? বড়সড় ঘোষণা তৃণমূল সাংসদের!

ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে কে হচ্ছেন প্রার্থী? বড়সড় ঘোষণা তৃণমূল সাংসদের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচন আদৌ সময়ে হবে কি না, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। কেননা করোনা ভাইরাসের কারণে সঠিক সময়ে নির্বাচন করা নিয়ে সংশয় রয়েছে প্রত্যেকে। আর এই পরিস্থিতিতে যেখানে তৃণমূলের সব প্রার্থীর নাম ঘোষণা করেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে নেত্রীর ঘোষণার আগেই ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কে হতে চলেছে, তা জানিয়ে দিলেন জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মন্ডল।

যাকে কেন্দ্র করেই এবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শাসকদলের অন্দরমহলে। যেখানে এমনিতেই এবার প্রার্থী নিয়ে জল্পনা বাড়তে শুরু করেছে, সেখানে তৃণমূল সাংসদের দলের ঘোষণার আগেই এই ঘোষণা নিঃসন্দেহে নয়া গুঞ্জনের সৃষ্টি করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, শনিবার বিকেলে একটি রাস্তার উদ্বোধন করেন তৃণমূল সাংসদ প্রতিমা মন্ডল। আর সেখানেই উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল। যেখানে এই অনুষ্ঠান থেকেই আগামী বিধানসভা নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী কে হবেন, তা জানিয়ে দেন প্রতিমাদেবী। তিনি বলেন, “ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃতীয়বারের জন্য তৃণমূলের প্রার্থী হতে চলেছেন শ্যামল মন্ডল।” কিন্তু দল যেখানে এখনও ঘোষণা করেনি প্রার্থীর নাম, সেখানে তিনি আগেভাগেই এই ঘোষণা করে দেওয়ায় বিতর্ক ক্রমশ বাড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনিতেই এবার প্রশান্ত কিশোরের টিমের জন্য তৃণমূলের অনেক বর্তমান বিধায়ক প্রার্থী নাও হতে পারেন বলে মনে করা হচ্ছে। আর তার মাঝেই যেভাবে এই তৃণমূল সাংসদ বর্তমান বিধায়ক আগামী বিধানসভা কেন্দ্রে প্রার্থী হবেন বলে জানিয়ে দিলেন, তাতে শাসকদলের অভ্যন্তরীণ নীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করলো বলেই দাবি বিশেষজ্ঞদের।

যদিও বা এই প্রসঙ্গে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের বর্তমান বিধায়ক শ্যামল মন্ডল বলেন, “আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা ভালো বুঝবেন দল সেই পথেই পরিচালিত হবে। কে প্রার্থী হবে, আর কে প্রার্থী হবে না, তার জন্য দলের শীর্ষ কর্তারা রয়েছেন। তারা যেটা করবেন সেটাই শিরোধার্য। আমি তৃণমূলের একজন সৈনিক মাত্র।” অর্থাৎ নিজেকে এই ঘোষণার বাইরে রেখে বিতর্ক থেকে দূরে থাকতে চাইলেন তৃণমূল বিধায়ক শ্যামল মন্ডল।

বস্তুত, এর আগে রামপুরহাটের জনসভা থেকে আশিস বন্দোপাধ্যায়কে প্রার্থী হিসেবে ঘোষণা করে বিতর্ক বাড়িয়ে দেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। আর এবার সেই একই কায়দায় জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মন্ডল দলের ঘোষণার আগেই ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন। যার ফলে তৃণমূলের শৃঙ্খলা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!