এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বুলবুলের প্রভাব এখনও কাটেনি – ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলে ক্যানিংয়ে বিক্ষোভে নামলেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা

বুলবুলের প্রভাব এখনও কাটেনি – ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলে ক্যানিংয়ে বিক্ষোভে নামলেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা


 

ভয়ঙ্কর বুলবুলের দাপট বীভৎস রূপ নিতে পারে আগেভাগেই এমনটা আঁচ করেছিল রাজ্য প্রশাসন। আর তাই তো পরিস্থিতি মোকাবিলায় উপকূলবর্তী সমস্ত জেলাগুলিতে সতর্কবার্তা গিয়েছিল। এমনকি দুর্যোগে মানুষ যাতে বিপদে না পরেন, তার ব্যাপারেও নির্দেশ দেওয়া হয়েছিল।

পাশাপাশি ত্রাণ নিয়ে সাধারন মানুষ যাতে কোনো অভিযোগ তুলতে না পারে, তার কারণে প্রশাসনিক স্তরে বার্তা দিয়েছিল নবান্ন। কিন্তু প্রশাসনের তরফে ত্রাণ নিয়ে সব রকম প্রস্তুতি নেওয়া হলেও এবার এই ত্রাণ বিলি নিয়েই ক্ষোভ সৃষ্টি হল সাধারণ মানুষের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, ঘূর্ণিঝড় বুলবুলের আভাস পেয়েই ময়দানে নেমে পড়ে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে খাবার, পানীয় জল বন্টন করা হয়। তবে ত্রাণ বিতরণে অভিযোগ ওঠায় এবার চরম চাঞ্চল্যের সৃষ্টি হল। সূত্রের খবর, রবিবার বেলা সাড়ে তিনটের সময় ক্যানিংয়ের ইটখোলা গ্রামে ক্যানিং গোলাবাড়ি রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তবে শুধু রাস্তা অবরোধই নয়, স্থানীয় জনপ্রতিনিধিদের ঘিরেও বিক্ষোভ দেখাতে দেখা যায় সাধারণ মানুষজনদের।

পরবর্তীতে এলাকায় পুলিশ পৌঁছে পরিস্থিতি শান্ত করে। কিন্তু কেন স্থানীয় বাসিন্দারা এই পথ অবরোধ করেছিলেন! সাধারণ মানুষদের দাবি, তারা ঠিকমতো ত্রান পাচ্ছেন না। পাল্টা প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, খুব ভালোভাবেই দ্রুত সমস্ত জায়গায় এই ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। তবে যে বা যারা যে কথাই বলুন না কেন, যেভাবে বুলবুলকে কেন্দ্র করে ত্রাণ না পাওয়ার অভিযোগ করল সাধারণ মানুষ, তাতে প্রশাসনের অস্বস্তি অনেকটাই বাড়ল বলে দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!