এখন পড়ছেন
হোম > রাজ্য > ক্যানিং গুলিকান্ডের জের,পদ খোয়ালেন যুব সভাপতি

ক্যানিং গুলিকান্ডের জের,পদ খোয়ালেন যুব সভাপতি

ক্যানিং গুলিকান্ডের শাস্তি হিসাবে কড়া পদক্ষপে নিল তৃণমূল। ব্লক যুব সভাপতির পদ থেকে পরেশ দাসকে বহিষ্কার করার নির্দেশ দিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল সংঘর্ষের পর থেকেই নড়েচড়ে বসেছে শাসকদল। কোনোরকম বিলম্ব না করেই ব্লক যুব সভাপতিকে অপসারণের কড়া নিদান দিলেন অভিষেক বাবু। তবে পরেশ দাস নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। যুবক খুনের ঘটনায় তাঁর কোনো হাত নেই,এমনটাই জানিয়েছেন তিনি তৃণমূল নেতৃত্বকে। গোটা ঘটনায় নিয়ে রাজনৈতিকমহলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে।

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের একবার প্রাণ নিল এক তৃণমূল কর্মীর। সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিজানুর রহমান নামের এক তৃণমূল কর্মীরা। এছাড়া আহত হয়েছে আরো তিন জন। জেলা সূত্রের খবর থেকে জানা গিয়েছে,পঞ্চায়েত ভোটের পর্ব থেকেই এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মাঝে কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও এলাকার পঞ্চায়েত গঠন ও পঞ্চায়েত সমিতি গঠন নিয়ে ক্যানিং ১ ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পরেশরাম দাসের সঙ্গে ব্লক ১ তৃণমূল কংগ্রেস সভাপতি শৈবাল লাহিড়ীর কোন্দল লেগেই রয়েছে। এবং এই কোন্দলই রবিবার ব্যাপক আকার ধারন করে ক্যানিং বাসস্ট্যান্ডে জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখকে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে। ওই অনুষ্ঠানের মূল উদ্যোক্ত ছিল যুব তৃণমূল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃনমূল কর্মী সমর্থকরা এই অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন।

এই সভাতে পরেশরাম দাসের আসার জন্যই ইটখোলা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা মিছিল করে আসছিল। সেই মিছিল থেকেই এলাকার তৃণমূল কর্মীদের এবং তাদের বাড়ি ঘর লক্ষ্য করে বোমা ও গুলি ছোঁড়া হয় বলে অভিযোগে জানা গিয়েছে। ঘটনায় মিজানুর রহমান নামে এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন আরো তিন হন। গোলাগুলি,বোমাবাজির জেরে গতকাল উত্তপ্ত ছিল ক্যানিং। এই ঘটনায় নেপথ্যে মদত দিয়েছেন তৃনমূল নেতা পরেশ দাস,এমন অভিযোগেই তাকে ব্লক যুব সভাপতির পদ থেকে এদিন ছাঁটাই করলেন অভিষেক বাবু। ঘটনার জেরে থমথমে হয়ে আছে গোটা এলাকা। ক্যানিংয়ে যুবক খুনের ঘটনায় পুলিশ এখনো অব্দি ৫ জনকে গ্রেফতার করেছে। এই ঘটনার যে সম্ভাবনা রয়েছে এমনটা আগে থেকেই আঁচ পেয়ে পুলিশকে আগেভাগে জানানো হয়েছিল। কিন্তু পুলিশ সময়ে আসেনি বলে এরকম সংঘর্ষকে ঠেকানো গেল না। মন্তব্যে জানালেন গোলাবাড়ি পঞ্চায়েতের প্রধান খতিব সর্দার।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

উল্লেখ্য,লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে তৃণমূল এই মুহূর্তে রাজ্যের সবথেকে শক্তিশালী রাজনৈতিক দল,তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। মজবুত সংগঠনের দাবী করে তাঁরা বিভিন্ন জনসভায়,মিডিয়ার সামনে। দফায় দফায় সেই তৃণমূলের অন্দরেই গোষ্ঠীদ্বন্দ্বের নজির সাংগঠনিক শক্তিতে প্রশ্নচিহ্ন ফেলছে। এ নিয়ে কিছুটা হলেও চিন্তিত মা-মাটি-মানুষের সরকার। তবে গোষ্ঠীদ্বন্দ্বকে এই মুহূর্তকে যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না তার প্রমাণ এদিন ক্যানিং-এর ব্লক যুব সভাপতিকে লাল সংকেত দেখিয়েই দিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!